কলকাতা, 10 মে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । শুক্রবার সকালে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা । সেখানে তিনি দাবি করেন, রেখা শর্মার সামনেই সাদা কাগজে সই করানো হয়েছিল । পরে সেটিকেই ধর্ষণের মামলাতে রূপান্তরিত করা হয় ।
এই অভিযোগ নিয়ে রেখা শর্মার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে । শশী পাঁজা এ দিন প্রশ্ন তুলেছেন, ‘‘যেহেতু সন্দেশখালির এই ঘটনা রেখা শর্মার সামনেই এই ঘটনাগুলি ঘটেছে তাহলে কি একথা বলা যায়, তাহলে কি রেখা শর্মাও সন্দেশখালি ষড়যন্ত্রে যুক্ত ?’’
শশী পাঁজার কথায়, ‘‘বিজেপি যখন সন্দেশখালিতে প্রথম এই নোংরা খেলা শুরু করে, তখন জাতীয় মহিলা কমিশনও এর মদত দিয়েছিল । কারণ, বিদ্রোহী মহিলাদের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে এক মহিলা স্পষ্ট বলেছিলেন দিল্লি থেকে রেখা শর্মা এসে তাঁদের জোর করে অভিযোগপত্রে সই করিয়েছিলেন । আমরা ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম । আবারও আমরা দিল্লিতে যাব রেখা শর্মার নামে অভিযোগ জানাতে ।’’
শশী পাঁজার অভিযোগ, সন্দেশখালির ঘটনায় সময় রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনকে আসতে দেখা গিয়েছিল । বৃহস্পতিবারও এক মহিলা জানিয়েছেন যে দিল্লি থেকে মহিলা কমিশন এসে জোর করে অভিযোগ লিখিয়েছে । এক্ষেত্রে শশী পাঁজার দাবি, সন্দেশখালির মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে । সাদা কাগজে সই করিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে । রাজ্যের মন্ত্রীর প্রশ্ন, তাহলে কেন রেখা শর্মার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না ?
আরও পড়ুন:
- স্টিং ভিডিয়ো-কাণ্ডে এবার গঙ্গাধর ও রেখার বিরুদ্ধে এফআইআর সন্দেশখালি থানায়
- রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির মুখেরা বাদ কেন ? প্রশ্ন রেখার; শমীক বললেন, প্রার্থী নতুন
- বুধে সন্দেশখালির ভাইরাল ভিডিয়োয় রেখা পাত্র, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল