পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আচরণবিধি চালুর পরও কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার! বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Trinamool Congress: বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ তাদের অভিযোগ, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরও কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি ৷ আগামী সোমবার তারা এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে ৷

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 7:14 PM IST

Updated : Mar 29, 2024, 8:01 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ: কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার করছে বিজেপি, এই অভিযোগ নিয়ে শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস ৷ তারা কমিশনের কাছে এই নিয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে ৷ আগামী সোমবার এই ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তারা দেখা করবে ৷

এ দিন নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে দাঁড়িয়ে রাজ্য সরকারের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেত্রী শশী পাঁজা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷

তিনি বলেন, "আদর্শ আচরণবিধি চালু হওয়ার ঠিক আগে হেমন্ত সোরেনকে যেভাবে গ্রেফতার করা হয়েছিল, তাতে আমরা উদ্বিগ্ন হয়েছি... এখন আদর্শ আচরণবিধি চালু করা হয়েছে ৷ সব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে ৷ কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী জেলে রয়েছেন । নির্বাচন কমিশনকে এই নিয়ে পদক্ষেপ করতে অনুরোধ করছি ৷’’

তিনি আরও বলেন, "ইডি, সিবিআই এবং এনআইএর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী নেতাদের নিশানা করছে । তাদের বিরোধীদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে । আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য (নির্বাচন কমিশনের কাছে) সময় চেয়েছিলাম, এবং আমাদের সোমবারের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ।"

তিনি আরও অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মী এবং নেতাদের এজেন্সিগুলি তলব করছে ৷ ফলে নির্বাচনী প্রচারে ব্যাঘাত ঘটছে ৷ সেই কারণেই তাঁরা এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন ৷ এ দিন নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দলে শশী পাঁজা ছাড়াও ছিলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং রাজ্যসভার তিন সাংসদ দোলা সেন, সাকেত গোখলে ও সাগরিকা ঘোষ ৷

অন্যদিকে আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে আগামী 31 মার্চ দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করবে বিরোধীরা ৷ সেখানে ‘ইন্ডিয়া’র শরিক হিসেবে তৃণমূল কংগ্রেসও উপস্থিত থাকবে ৷ তৃণমূলের পক্ষ তেকে সেখানে থাকবেন ডেরেক ও’ব্রায়েন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. এনআইএকে তৃণমূল নেতাদের তালিকা দিল বিজেপি, শনিতেই গ্রেফতার ? বিস্ফোরক কুণাল - Lok Sabha Election 2024
  2. বরানগরে সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন; উপনির্বাচনে তৃণমূলের দুই প্রার্থী - Assembly Bye Election
  3. নিজের গড় বাঁচাতে ভোটের মুখে এনআইএ দিয়ে ষড়যন্ত্র করছেন শুভেন্দু, বিস্ফোরক দাবি কুণালের - Lok Sabha Election 2024
Last Updated : Mar 29, 2024, 8:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details