নয়াদিল্লি, 29 মার্চ: কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার করছে বিজেপি, এই অভিযোগ নিয়ে শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস ৷ তারা কমিশনের কাছে এই নিয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে ৷ আগামী সোমবার এই ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তারা দেখা করবে ৷
এ দিন নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে দাঁড়িয়ে রাজ্য সরকারের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেত্রী শশী পাঁজা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷
তিনি বলেন, "আদর্শ আচরণবিধি চালু হওয়ার ঠিক আগে হেমন্ত সোরেনকে যেভাবে গ্রেফতার করা হয়েছিল, তাতে আমরা উদ্বিগ্ন হয়েছি... এখন আদর্শ আচরণবিধি চালু করা হয়েছে ৷ সব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে ৷ কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী জেলে রয়েছেন । নির্বাচন কমিশনকে এই নিয়ে পদক্ষেপ করতে অনুরোধ করছি ৷’’
তিনি আরও বলেন, "ইডি, সিবিআই এবং এনআইএর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বিরোধী নেতাদের নিশানা করছে । তাদের বিরোধীদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে । আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য (নির্বাচন কমিশনের কাছে) সময় চেয়েছিলাম, এবং আমাদের সোমবারের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ।"