পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'ধর্ম ঠিক করবে কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী ?', শাহকে কড়া আক্রমণ তৃণমূলের সাগরিকার - Sagarika Ghose Slams Amit Shah

Sagarika Ghose Slams Amit Shah: সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বোঝেন না ৷ এর পালটা জবাব দিলেন দলের রাজ্যসভা সাংসদ তথা সাংবাদিক সাগরিকা ঘোষ ৷

ETV Bharat
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আক্রমণ তৃণমূলের

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 2:03 PM IST

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে কড়া আক্রমণ সাগরিকা ঘোষের

নয়াদিল্লি, 14 মার্চ: "জাতীয় নিরাপত্তার সঙ্গে কে আপস করছেন ?" পালটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেই প্রশ্ন করলেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী সাগরিকা ঘোষ ৷ বৃহস্পতিবার সকালে সংবাদসংস্থা এএনআইয়ে সিএএ নিয়ে সাক্ষাৎকার দেন শাহ ৷ সেখানে তিনি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ৷ অমিত শাহ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী আর শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না ৷"

তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা সাংবাদিক সাগরিকা ভিডিয়ো বার্তায় কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, "আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছেন যে, তিনি জাতীয় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছেন! শাহ বাবু কে জাতীয় নিরাপত্তা উপেক্ষা করছে ? আপনারা ভোটের ঠিক আগে আপনি 4 বছর 3 মাস পর এই আইন কার্যকর করছেন ৷ এই আইনকে রাষ্ট্রসংঘ বিভাজনকারী বলেছে ৷ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তা ভেদাভেদ সৃষ্টিকারী ৷ ভোটের আগে একটা বিশৃঙ্খলা আর বিভাজন সৃষ্টি করতেই আপনি এই সময় আইনটি কার্যকর করেছেন ৷"

সাংবাদিক সাগরিকা ঘোষ শাহকে আক্রমণ শানিয়ে বলেন, "আপনার বিকশিত ভারতের তত্ত্ব যে কাজ করছে না, তা পরিষ্কার ৷ সেই কারণেই বিভাজন তৈরি করতে আপনি এই ঘৃণার আইনটি কার্যকর করেছেন ৷ ভোটে জিততে ধর্মীয় মেরুকরণ করছেন ৷" তিনি আরও বলেন, "এনআরসি পর্বে অসমে 13 লক্ষ হিন্দু তাদের নাগরিকত্ব হারিয়েছিল ৷ আপনি জনহিতের তত্ত্ব দিয়ে কী বোঝাতে চাইছেন ! কোনও একটি নির্দিষ্ট ধর্ম ঠিক করে দেবে কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী ! যদি এটাই ভোট ব্যাংকের রাজনীতি হয়, তাহলে কে রাজনীতি করছেন ?"

বৃহস্পতিবার সকালে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, "আপনাকে করজোরে অনুরোধ করছি, বাংলাদেশ থেকে আসা বাঙালি হিন্দুদের ক্ষতি করবেন না ৷" এর পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেন, "মমতাজি'কে আমি চ্যালেঞ্জ করছি, আপনি এই আইন থেকে কোনও একটি ধারা দেখান, যেখানে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. 'সংবিধানে রয়েছে, নাগরিকত্ব আইন কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়', সাফ বার্তা শাহের
  2. পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবেই, সিএএ নিয়ে মমতাকে আক্রমণ করে 'শাহি হুঙ্কার'
  3. 'তারিখ ঠিক করুন', মোদি-শাহকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ অভিষেক-ডেরেকের

ABOUT THE AUTHOR

...view details