কলকাতা, 3 মার্চ:লোকসভা নির্বাচনের আগেই দলের মুখপাত্র কুণাল ঘোষকে নিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । একের পর এক বক্তব্যে যেভাবে দলীয় শিষ্টাচার এবং অনুশাসনের উপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছেন তিনি, তাতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যথেষ্টই ক্ষুব্ধ । ফলে তাঁকে শো-কজ করা হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷
প্রসঙ্গত, যেভাবে প্রথমে কুণাল ঘোষ এবং পরবর্তীতে দলের বিধায়ক তথা মুখপাত্র তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, তাতে দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টিকে আদৌ ভালোভাবে দেখছে না । ইতিমধ্যেই কুণাল ঘোষ দলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পথ থেকে ইস্তফা দিয়েছেন । এই অবস্থায় দল মুখপাত্রের পদে ইস্তফা গ্রহণ করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে । কিন্তু এরপরেও যদি কুণাল ঘোষ নিজের অবস্থান বদল না করেন, সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কী বড় ব্যবস্থা নেওয়া হবে, সেটাই এখন রাজনৈতিক মহলে বড় চর্চার বিষয় ।
তৃণমূল কংগ্রেসের অন্তরে কান পাতলে বিষয়টি নিয়ে দুটি ভিন্নমত পাওয়া যাচ্ছে । একাংশ ঘরোয়া আলোচনায় বলছেন, দলে গণতন্ত্র রয়েছে এই ঘটনা তারই প্রমাণ । একইসঙ্গে, তারা এও বলছে আসলে সমস্ত টাই কংগ্রেসী কালচার । কিন্তু এর প্রভাব নির্বাচনে বা ভোটের প্রচারে পড়বে না । যদিও পুরনো নেতৃত্বের একাংশ কুণাল ঘোষের একতরফা আক্রমণকে ভালো চোখে দেখছে না । পুরনোদের কেউ কেউ বিষয়টিতে মন্তব্য করবেন না বলে এড়িয়ে গেলেও একটা অংশ বলছেন, এভাবে ব্যক্তিগত আক্রমণ না করলেও পারতেন কুণাল ঘোষ ।