কোচবিহার, 16 জুন: বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে হারাতে না পারলে আমিষ খাবার আর খাবেন না ৷ লোকসভা নির্বাচনের আগে এমনই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির নিশীথকে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ৷ তাই এবার মাছ খেয়ে নিজের পণ ভাঙলেন রবীন্দ্রনাথ ৷
নিশীথকে হারানোর আনন্দে মাছ খেলেন রবীন্দ্রনাথ ঘোষ (ইটিভি ভারত) রবিবার কোচবিহারের রবীন্দ্রভবনে একটি সভার আয়েজন করে তৃণমূল ৷ সেই সভার মঞ্চে বিজেপি প্রার্থীকে হারানোর আনন্দে মাছ খেলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ নিজের হাতে তাঁর মুখে মাছের টুকরো তুলে দিলেন কোচবিহারের তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে জগদীশের প্রাপ্ত ভোট 7 লক্ষ 88 হাজার 375টি ৷ অন্যদিকে, নিশীথ পেয়েছেন 7 লক্ষ 49 হাজার 125 ভোট ৷
এদিন কোচবিহার রবীন্দ্রভবনে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় । জেলার 12 টি ব্লকের নেতৃত্ব, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং বাছাই করা নেতাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তৃতা দেওয়ার সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন তৃণমূলের খারাপ ফলাফল প্রসঙ্গে বলেন, "বিভীষণ না থাকলে রাবণ পরাজিত হত না । তাই বিভীষণদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।"
সভার শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বিভীষণদের অবশ্যই চিহ্নিত করতে হবে । যেখানে খারাপ ফল হয়েছে, সেই এলাকার ব্লক সভাপতিকে যেমন দায়িত্ব নিতে হবে তেমনই পৌরসভার চেয়ারম্যানকেও দায়িত্ব নিতে হবে ।" ভোট পরবর্তী হিংসায় 'আক্রান্ত' বিজেপি কর্মীদের নিয়ে রবিবার রাজ্যপালের কাছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই প্রসঙ্গে উদয়ন গুহ কটাক্ষ করে বলেন, "ওঁর যেখানে ইচ্ছা সেখানে যাক ।"
এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্যে সায় দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকও । তিনি বলেন, "ইতিমধ্যে এদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে । বেশকিছু নাম উঠে এসেছে । এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অঞ্চল, ব্লক ও জেলা নেতাদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে । সেই রিপোর্ট রাজ্যে পাঠানো হবে ।"