সিউড়ি, 22 এপ্রিল: 'জয় নিশ্চিত', মনোনয়নপত্র জমা দিয়ে একথাই বললেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার জেলাশাসকের দফতরে মনোনয়ন পেশ করেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা ৷ সেখানেই তৃণমূল প্রার্থীদের সঙ্গে দেখা হয়ে যায় বোলপুর ও বীরভূমের বাম-কংগ্রেস জোট প্রার্থী শ্যামলী প্রধান এবং মিল্টন রশিদের ৷ তাঁরাও মনোনয়ন দাখিল করতে এসেছিলেন ৷ সেখানে প্রার্থীদের দেখা গেল একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে ৷
বীরভূমের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিল্টন রশিদ ৷ এমনকী শতাব্দীর পাশে দাঁড়ানো তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাকে পায়ে হাত দিয়ে প্রণামও করলেন তিনি ৷ 13 মে চতুর্থ দফায় বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ আজ সিউড়িতে জেলাশাসকের কার্যালয়ে দুই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী শতাব্দী রায় এবং অসিত মাল মনোনয়ন পেশ করলেন ৷ বর্ণাঢ্য মিছিল করে দুই প্রার্থী সঙ্গে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক তথা কোর কমিটির সদস্য অভিজিৎ সিংহ ৷