পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বোলপুর-বীরভূমে শাসক-বিরোধীদের মনোনয়ন পেশ, শতাব্দীর সঙ্গে সৌজন্য বিনিময় কংগ্রেস প্রার্থীর - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: মনোনয়ন পেশ করলেন বীরভূম ও বোলপুর লোকসভার তৃণমূল-সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা ৷ প্রায় একই সঙ্গে মনোনয়ন দাখিল করতে পৌঁছলেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা ৷ সেখানের বীরভূমের বিদায়ী সাংসদকে দেখে সৌজন্য বিনিময় করেন প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 9:02 PM IST

শতাব্দী রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের

সিউড়ি, 22 এপ্রিল: 'জয় নিশ্চিত', মনোনয়নপত্র জমা দিয়ে একথাই বললেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার জেলাশাসকের দফতরে মনোনয়ন পেশ করেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা ৷ সেখানেই তৃণমূল প্রার্থীদের সঙ্গে দেখা হয়ে যায় বোলপুর ও বীরভূমের বাম-কংগ্রেস জোট প্রার্থী শ্যামলী প্রধান এবং মিল্টন রশিদের ৷ তাঁরাও মনোনয়ন দাখিল করতে এসেছিলেন ৷ সেখানে প্রার্থীদের দেখা গেল একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে ৷

বীরভূমের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিল্টন রশিদ ৷ এমনকী শতাব্দীর পাশে দাঁড়ানো তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাকে পায়ে হাত দিয়ে প্রণামও করলেন তিনি ৷ 13 মে চতুর্থ দফায় বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ আজ সিউড়িতে জেলাশাসকের কার্যালয়ে দুই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী শতাব্দী রায় এবং অসিত মাল মনোনয়ন পেশ করলেন ৷ বর্ণাঢ্য মিছিল করে দুই প্রার্থী সঙ্গে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক তথা কোর কমিটির সদস্য অভিজিৎ সিংহ ৷

মনোনয়নপত্র পেশের পর, সাঁইথিয়ার সতীপীঠ নন্দকেশরী মন্দিরে পুজো দেন বীরভূমের বিদায়ী সাংসদ শতাব্দী রায় ৷ পরে তিনি পাথরচাপরির দাতাবাবার মাজারে চাদর চড়াতেও যান ৷ মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, "সারা বছর যা কাজ করেছি, সেই নিরিখেই ভোট হবে ৷ কর্মীরা আমার সঙ্গে প্রথম থেকেই আছেন ৷ বিজেপি তো অভিযোগ করবেই ৷ মানুষ জানে কোনটা সত্যি ৷ তাই জয় নিশ্চিত ৷" প্রসঙ্গত, 23 এপ্রিল তারাপীঠে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে জেলার দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীই মনোনয়নপত্র জমা দিলেন ৷

আরও পড়ুন:

  1. 'রায়কে চ্যালেঞ্জ করছি', চাকরি বাতিল হওয়া 26 হাজার শিক্ষকের পাশে মমতা
  2. এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন

ABOUT THE AUTHOR

...view details