পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের উপহার পেয়ে কেঁদে ফেললেন ইউসুফ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Yusuf Pathan: তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে এক মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে দিলেন এলাকার মহিলারা ৷ আর তাতেই আবেগে ভাসলেন ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন তারকা।

Yusuf Pathan
ইউসুফ পাঠান (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 9:50 PM IST

বহরমপুর, 4 মে: লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের উপহার পেয়ে কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ ভালোবাসা আর শুভেচ্ছায় চোখের জল ধরে রাখতে পারলেন না ইউসুফ ৷ অবলিলায় ছক্কা হাঁকানো ক্রিকেটার হাজার হাজার সমর্থকদের সামনে মঞ্চে দাঁড়িয়ে ঝড়ঝড় করে কেঁদে ফেললেন। মঞ্চের সামনের মাঠ থেকে কয়েক হাজার মানুষের রব 'খেলা হবে' অধীর গড়ের ভিত নাড়িয়ে দিল বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী।

এক এক করে মহিলাকে এগিয়ে এসে লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের ভাতা এক হাজার টাকা তুলে দিতে দেখা গেল ইউসুফের হাতে। বিশ্বজয়ী ক্রিকেটার মহিলাদের উপহার তুলে নিতে গিয়ে চশমা খুলে চোখও মুছলেন ৷ ইউসুফের চোখে জল দেখে মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকারকেও চোখ মুছতে দেখা গেল। 50 জন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে মাইক্রোফোন হাতে তুলে নিয়েও কথা বলতে পারলেন না তারকা ক্রিকেটার ৷ মঞ্চ থেকে নেমে কিছুটা ধাতস্ত হয়ে বললেন, "বিশ্বকাপ জয়ের আনন্দ এতদিন পুষে রেখেছিলাম। আজ সেই আনন্দ ছাপিয়ে গেল। সেদিনও আনন্দাশ্রু আসেনি।"

বহরমপুরের রাজধরপাড়া নেতাজি সঙ্ঘের মাঠে ইউসুফ পাঠানের জনসভা ও রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। তৃণমূল নেতা আইজুদ্দিন মণ্ডল বলেন, "ইউসুফ আসছেন শুনে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমাকে বলেন, তৃণমূল প্রার্থীর প্রচারে আমরা একমাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে চাই। মহিলাদের ইচ্ছায় আমি বাধা দিইনি।" সভা শুরুর দু'ঘন্টা আগে থেকে কাতারে কাতারে মানুষ রোদ মাথায় ইউসুফের জন্য অপেক্ষা করছিলেন বলেও দাবি করেছেন তিনি।

হাজিপাড়ার বাসিন্দা মার্জিনা বিবি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের 12 মাস লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা দিচ্ছেন। আমরা আমাদের প্রার্থীকে একমাসের টাকা দিলাম।" হেকমপুরের বাসিন্দা বিলকিস বেগম বলেন, "আমরা জানি ইউসুফের মতো বিশ্বকাপজয়ী ক্রিকেটারের টাকার অভাব নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সিদ্ধান্ত।"

আরও পড়ুন

'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার

সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা

ABOUT THE AUTHOR

...view details