পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ভোট প্রচারে টোটো চালালেন সুজাতা, আওড়ালেন শোলে সিনেমার ডায়লগ - LOK SABHA ELECTION 2024

LOK SABHA ELECTION 2024: ভোট প্রচারে বেরিয়ে টোটো চালালেন সুজাতা মণ্ডল ৷ একই সঙ্গে, প্রচারে গিয়ে দিলেন শোলে সিনেমার ডায়লগও ৷ চপভাজা, চুল কাটার পর এবার টোটো-চমক সুজাতার।

sujata-mondal
সুজাতা মণ্ডল (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 9:42 PM IST

ভোট প্রচারে টোটো চালালেন সুজাতা (সুজাতা মণ্ডল)

বিষ্ণুপুর, 5 মে: জমে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটযুদ্ধ। ভোট পর্ব সম্পন্ন হতে এখনও বেশ কয়েকদিন বাকি ৷ তারপরও অবশ্য প্রচারে খামতি রাখতে চাইছেন না কেউই। প্রচারে অভিনবত্বও চোখে পড়ছে। রবিবার ভোট প্রচারে বেরিয়ে বড় চমক দিলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। চালালেন টোটো। তাছাড়া বলিউডের কালজয়ী ছবির সংলাপও শোনা গেল তাঁর মুখে।

এদিন বিষ্ণুপুর লোকসভার রতনপুর অঞ্চলের মাদারবনী গ্রামে প্রচারে যান সুজাতা ৷ সেখানে প্রচারের মাঝেই টোটোর স্টিয়ারিং ধরেন তৃণমূল প্রার্থী ৷ এমনকী চালকের আসনে বসে টোটো চালাতেও শুরু করে দেন। এভাবেই টোটো চালাতে চালাতে ভোট প্রচার করে চমক দিলেন সুজাতা। এদিন সুজাতা মণ্ডল টোটো চালাতে গিয়ে বলেও ফেললেন, বিখ্যাত হিন্দি সিনেমা 'শোলে'র সেই কালজয়ী সংলাপ। সুজাতার কাছে, টোটোই এখন তাঁর 'ধন্নো' বা বাহন। তাঁকে বলতে শোনা গেল, 'বাসন্তী আছে তো!' এই ডায়লগকে হাতিয়ার করে বিষ্ণুপুর থেকে বিজেপির ঘাঁটিকে উপড়ে ফেলবেন এমন বিশ্বাসের কথাই জানালেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

ভোট যেন এক আজব জিনিস। তাই মানুষের মন জিততে ভোট প্রচারে গিয়ে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল ৷ কখনও চপ ভাজছেন, কখনও চুল কেটে দিচ্ছেন, আর এদিন টোটো চালিয়ে ভোট প্রচার করে বিখ্যাত সিনেমার ডায়লগ দিয়ে অভিনবত্বের নির্দশন দিলেন তৃণমূল প্রার্থী। উল্লেখ্য, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ ৷ সম্পর্কে যিনি সুজাতার প্রাক্তন স্বামী। গত নির্বাচনে সৌমিত্রের হয়ে প্রচারে দেখা গিয়েছিল সুজাতাকে ৷ এরপর গড়িয়েছে অনেকটা জল ৷ বিবাহ বিচ্ছেদের পর এখন দু'জনে ভোট ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বি ৷ আর তাই এই দুই প্রাক্তনের লড়াই রাজনীতির আঙিনায় নতুন মাত্রা এনেছে তাতে সন্দেহ নেই।

ABOUT THE AUTHOR

...view details