কেশপুর, 8 মে: ঘাটাল লোকসভা আসনে জেতার চেষ্টায় বিজেপি খুনের রাজনীতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন স্থানীয় সাংসদ তথা ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী ৷ তাঁর আশঙ্কা, ‘‘বিজেপি প্রার্থী (হিরণ চট্টোপাধ্যায়) উঠে পড়ে লেগেছে কেশপুরে সন্ত্রাস করে ভোটে জিততে । আমি পুলিশ-প্রশাসনকে বলবো সতর্ক থাকতে । কারণ, ওরা নিজেদের কর্মীকে মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে ।’’ পুলিশের বিরুদ্ধে হিরণের হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বুধবার এই কথা বলেন ৷ তিনি আরও বলেন, ‘‘আমার আশঙ্কা হচ্ছে 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করবে বিজেপি ।’’
2014 সাল থেকে ঘাটাল লোকসভা আসনের সাংসদ অভিনেতা দেব ৷ এবার তিনি নেমেছেন জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে ৷ তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির হিরণ চট্টোপাধ্যায় ৷ হিরণ নিজেও অভিনেতা ৷ নির্বাচনী ময়দানে নামার অনেক আগে থেকেই হিরণকে দেবের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ ঘাটালের প্রার্থী হওয়ার পর হিরণ আরও বেশি সরব হয়েছেন দেবের বিরুদ্ধে ৷ কিন্তু দেবকে সেভাবে হিরণের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যায়নি ৷
সেই আবহে দেব মঙ্গলবার যা বলেছেন, তা বিস্ফোরক বলা যেতেই পারে ৷ ওই দিনপ্রথমে দেবকে প্রশ্ন করা হয় ঘাটালের ভাইরাল কল রেকর্ড নিয়ে এই বিষয়ে দীপক অধিকারী বলেন, ‘‘কেশপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে । ঘাটাল লোকসভায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করেছে, তাতে আমরা জিতব ।’’ এরপর হিরণের পুলিশকে হুমকি দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, "বিজেপি যেভাবে হোক ঘাটাল জিততে চাইছে । তাই জন্য ছেলেটা পুলিশকেও উলটোপালটা বলে বেড়াচ্ছে । বিজেপি প্রার্থী এবং তাঁর দল কেশপুরে একটা কোনও কিছু গন্ডগোল বাঁধিয়ে সন্ত্রাস সৃষ্টি করে জিততে চাইছে ।’’
এর পরই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘আমার আশঙ্কা বিজেপি তাঁর এক কর্মীদের খুন করে তৃণমূলের উপর দোষ চাপাতে চাইছে । পুলিশকে আমি এখন থেকে বলবো সতর্ক ভাবে থাকতে । দশ বছর ধরে যেভাবে আমি কেশপুরকে শান্ত করে রেখেছি ৷ কোনোভাবেই তা নষ্ট করতে দেব না ।’’