পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে বারাসতে তুলকালাম, বন্ধ রাখতে হল ভোটগ্রহণ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC-ISF Clash at Barasat: শেষ দফার ভোটে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে ধুন্ধুমার বাঁধল বারাসতের কদম্বগাছি কাঁঠালিয়া গ্রামে ৷ বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় ভোটগ্রহণ ৷

ETV BHARAT
তৃণমূল-আইএসএফ সংঘর্ষে বারাসতে তুলকালাম (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 6:03 PM IST

বারাসত, 1 জুন:শেষ দফার ভোটে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বারাসত লোকসভার কদম্বগাছি কাঁঠালিয়া গ্রাম । অভিযোগ, তৃণমূল সমর্থকরা আইএসএফের একটি ক্যাম্পে হামলা চালান ৷ ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল । যদিও শাসকদল পালটা তোপ দেগেছেন নওশাদ সিদ্দিকীর দলের বিরুদ্ধে ৷ এ দিকে, এই ঘটনায় কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখতে হয় ৷

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে বারাসতে তুলকালাম (নিজস্ব ভিডিয়ো)

পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কদম্বগাছি কাঁঠালিয়া জুনিয়র হাইস্কুলে 29, 30 ও 31- এই তিনটি বুথে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল এলাকায় । দুপুরে ওই বুথে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী জামির আলি । তিনি আসার পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে বলে অভিযোগ ।

অন্য কেন্দ্রের প্রার্থী আজ বারাসত কেন্দ্রে কী করছেন, এই প্রশ্ন তোলার পরই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় বলে জানা গিয়েছে । মুহূর্তে গণ্ডগোলের তীব্রতা বাড়ে ৷ দু'পক্ষ ঝাঁপিয়ে পড়ে পরস্পরের উপর । চলে হাতাহাতি ৷ এরই জেরে আইএসএফের একটি ক্যাম্পে ভাঙচুর চালানো হয় । সেখানকার চেয়ার-টেবিল ভেঙে রাস্তার পাশে খালে ফেলে দেওয়া হয় । আইএসএফ-এর অভিযোগ, শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছিল । তৃণমূল কর্মী-সমর্থকরা গা জোয়ারি করে তাঁদের ক্যাম্প ভেঙে দিয়েছে ।

নির্বাচনের আরও খবর জানতে...

তৃণমূলের পালটা অভিযোগ, শেষ দফার নির্বাচন চলাকালীন ব্যারাকপুরের আইএসএফ প্রার্থী জামির আলি এলাকায় ঢুকে পরিবেশ উত্তপ্ত করে তোলেন । তাঁর গাড়ির ধাক্কা লেগে চার তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কিউআরটি । বুথের বাইরে গোলমালে জেরে কিছুক্ষণের জন্য ভোটপ্রক্রিয়া থমকে যায় । পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হয় ভোটগ্রহণ ।

ABOUT THE AUTHOR

...view details