পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বিজেপি প্রার্থী সৌমেন্দুর মিছিলে বোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে - Lok Sabha Election 2024

Soumendu Adhikari: বিজেপি প্রার্থীর মিছিল লক্ষ্য করো বোমা ছোড়ার অভিযোগ ৷ সৌমেন্দুর মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ ৷

Soumendu Adhikari
সৌমেন্দু অধিকারী (নিজস্ব)

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 10:19 PM IST

সৌমেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

কাঁথি, 9 মে: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে মিছিলে দুষ্কৃতী হামলা ৷ এমনকী মিছিল লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷ বিজেপি প্রার্থী তথা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর গাড়ি লক্ষ্য করে বৃহস্পতিবার বোমা ছোড়া বলেও অভিযোগ বিজেপির ৷

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার অর্জুন নগরে বৃহস্পতিবার সকাল থেকে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে মিছিল বের হয়। মিছিলে সৌমেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা বিজেপির অন্যান্য নেতারা। অর্জুন নগরে মিছিল শেষ করে আড়গোয়াল অঞ্চলের কালিনগর বাজারে প্রবেশ করার মুখে তৃণমূলের দুষ্কৃতীরা সৌমেন্দু অধিকারীর গাড়ির লক্ষ্য করে বোম ছোড়ে বলে অভিযোগ উঠেছে। এরপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলেও দাবি করেছে বিজেপি।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, "তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের মিছিলের উপর বোমা চার্জ করেছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ করব। এলাকায় যেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই দাবি জানাব।"

এই বিষয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন, "তৃণমূলের প্রার্থী হেরে যাবে বলেই এলাকায় ভীতি সৃষ্টি করতে চাইছে। এসব করে অবশ্য কোনও লাভ হবে না। এখানে বিজেপিই জিতবে।" যদিও এই বিষয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখ খোলেননি তৃণমূলের কোনও নেতারাও ৷

আরও পড়ুন:

  1. রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য নয়, জনস্বার্থ মামলার অনুমতি প্রধান বিচারপতির
  2. রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির মুখেরা বাদ কেন ? প্রশ্ন রেখার; শমীক বললেন, প্রার্থী নতুন

ABOUT THE AUTHOR

...view details