সন্দেশখালি, 20 ফেব্রুয়ারি: কেউ এসেছেন জমি কেড়ে নেওয়ার অভিযোগ জানাতে ৷ আবার কেউ এসেছেন শাহজাহান বাহিনীর হাতে নির্যাতিত হওয়ার করুণ কাহিনী তুলে ধরার জন্য ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাতের কাছে পেয়ে এমনই হাজারো অভিযোগ তুলে ধরলেন আবালবৃদ্ধবনিতা সকলেই ৷ মঙ্গলবার দিনভর সন্দেশখালি হয়ে রইল শুভেন্দুময় ৷ পুষ্পবৃষ্টি, শঙ্খ ও উলুধ্বনিতে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিল সন্দেশখালির সবক’টি গ্রাম ৷ শুভেন্দুও আশ্বাস দিয়েছেন, তিনি সকলের পাশে রয়েছেন ৷ প্রয়োজনে সকলের নিরাপত্তার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিলেন বিরোধী দলনেতা ৷
কলকাতা হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও আজ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি ঢোকা থেকে আটকে ছিল বসিরহাট জেলা পুলিশ ৷ কিন্তু, সেই আদালতের নির্দেশেই সেই বাধা পেরিয়ে অবশেষে সন্দেশখালি 2 নম্বর ব্লকের গ্রামে গ্রামে ঘুরলেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ ৷ প্রায় আড়াই ঘণ্টা সন্দেশখালিতে ছিলেন তাঁরা ৷ শুভেন্দুকে কাছে পেয়ে অভিযোগের ঝুলি খুলে দিলেন গ্রামের মহিলারা ৷ প্রায় সকলেই কান্নায় ভেঙে পড়লেন ৷ দাবি জানিয়েছেন গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করার ৷ আশ্বাস দিয়েছেন যাবতীয় বিষয়ে পদক্ষেপ নেবেন ৷ পাশাপাশি জানিয়েছেন, আগামী সোমবার তিনি ফের সন্দেশখালি আসছেন ৷