পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু

Police Again Stops Suvendu Adhikari: সন্দেশখালি ঢোকার মুখে ফের শুভেন্দু অধিকারীকে বাধা দিল পুলিশ ৷ নতুন করে ধামাখালি-সহ বেশ কয়েক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, এই যুক্তিতে বিজেপির প্রতিনিধি দলকে আটকানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 12:39 PM IST

Updated : Feb 20, 2024, 1:13 PM IST

হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু

সন্দেশখালি, 20 ফেব্রুয়ারি: এই নিয়ে তৃতীয়বার ৷ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ফের সন্দেশখালিতে আটকানো হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার আগেই মঙ্গলবার ধামাখালিতে আটকে দেওয়া হয় শুভেন্দু-সহ বিজেপির পাঁচ বিধায়কের প্রতিনিধি দলকে ৷ পুলিশের বাঁধার মুখে পড়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন রাজ‍্যের বিরোধী দলনেতা ৷ চলে তুমুল বচসাও ৷ উল্লেখ্য, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নির্দেশে পরে শুভেন্দু অধিকারী এবং বিধায়ক শঙ্কর ঘোষকে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷

বাঁধা পেয়ে সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে শুভেন্দু অধিকারী বারবার জানতে চান, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, কোন যুক্তিতে তাঁকে আটকানো হচ্ছে ? তখন ওই পুলিশ আধিকারিক শুভেন্দু-সহ অন্যান্য বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, "নতুন করে ধামাখালি ঘাট-সহ সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের আরও বেশকিছু জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷ তাই তাঁদের সন্দেশখালি ঢুকতে দেওয়া হবে না ৷"

পাল্টা শুভেন্দু যুক্তি দিয়ে ওই পুলিশ আধিকারিকে বলেন, "হাইকোর্টের নির্দেশ এবং প্রশাসনের 144 ধারা দু'টোর মধ্যে পার্থক্য আছে ৷ দুটি বিষয়ই সম্পূর্ণ আলাদা ৷ কোনওটার কারোর সঙ্গে সম্পর্ক নেই ৷ আমাকে আটকে আপনারা সরাসরি হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশকে চ্যালেঞ্জ করছেন ৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কোনও অর্ডার এখনও অবধি আপনাদের কাছে আসেনি ? তারপরেও বেআইনিভাবে আমাকে আটকাচ্ছেন ৷ একঘণ্টা অপেক্ষা করব, আপনাদের সম্বিৎ ফেরানোর জন‍্য ৷ তারপরেও কোনও কিছু না হলে, সোজা বিচারপতি কৌশিক চন্দের এজলাসে যাব ৷"

একথা বলার পরেও পুলিশের বেড়াজাল ভেদ করে শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা সন্দেশখালির দিকে এগোতে পারেননি ৷ শেষমেশ সন্দেশখালি যেতে না পেরে, দলের পাঁচ বিধায়ককে নিয়ে ধামাখালির রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু ৷ চলে মমতার বিরুদ্ধে স্লোগানও ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'তানাশাহির'-সরকার বলেও আক্রমণ করেন বিরোধী দলনেতা ৷

প্রসঙ্গত, শুভেন্দু'র সন্দেশখালি সফরের ঠিক আগেই নতুন করে 12টি জায়গায় 144 ধারা জারি করেছে প্রশাসন ৷ সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, ধোলাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, পাত্র পাড়া, ধামাখালি ঘাটে 144 ধারা জারি করেছে ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির মহিলাদের জন্য মিশন 'সন্তোষ কালী' চালু রাজ্যপালের
  2. সন্দেশখালিতে আগামী সাতদিনের জন্য 144 ধারা স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের
  3. রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করুক প্রশাসন, রাজ্যপালের পাশে বসে বার্তা রেখা শর্মার
Last Updated : Feb 20, 2024, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details