শুভেন্দু অধিকারীর বক্তব্য দার্জিলিং, 10 এপ্রিল: "বিজেপি ক্ষমতায় এলে পরের মাস থেকেই গ্রেফতার হওয়া দলীয় কর্মীদের পরিবারের জন্য সংগ্রামী ভাতা চালু করা হবে।" বুধবার নির্বাচনী সভার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকে বায়ুসেনার অধীনে আলফা জোনে যান । সেখানে উত্তরবঙ্গ সফরে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান ৷ এরপর সেখান থেকে বেরিয়ে সড়কপথে মালবাজারের উদ্দেশ্যে রওনা দেন । পরে মালবাজার ও রাজগঞ্জে দুটি সভা করেন শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, "উত্তরবঙ্গে বিজেপির হয়ে প্রচারে আসছেন সন্দেশখালির বেশ কিছু মহিলা । তাঁরা এসে সেখানকার তৃণমূল কংগ্রেসের অত্যাচারের কাহিনী তুলে ধরবেন । তাদের সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের সরকার, পুলিশ কী অত্যাচার করেছে সেসব জানালে উত্তরের মানুষদের আসল ছবি বুঝতে সুবিধা হবে।"
এরপর সংগ্রামী ভাতার বিষয়ে তিনি বলেন, "বাংলাদেশেও দুটো ভাতা চালু আছে । এ রাজ্যেই বামফ্রন্ট আমলে যারা দীর্ঘদিন রাজনীতি করেছে তাদের ভাতা দেওয়া হত । তাহলে আমাদের যেসব কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে, তাদেরও ভাতা দেওয়া প্রয়োজন । বিজেপির অনেক কর্মীদের পুলিশ মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে । বিজেপি ক্ষমতায় আসলে তারপরের মাস থেকেই তাদের জন্য সংগ্রামী ভাতা চালু করা হবে।"
এই বিষয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "যাদেরকে প্রচারের জন্য সাজিয়ে নিয়ে আসা হচ্ছে, তারা আসলে বিজেপি কর্মী। তারা যে শোষিত সেটার কোনও প্রমাণ নেই । গোটাটাই বিজেপির সাজানো। আর সংগ্রামী ভাতা দলীয় কর্মীদের কেন ? যাদের আশ্বাস দিয়েও চাকরি দিতে পারেনি তাদের আগে ভাতা দিক। সব ভাঁওতাবাজি শুভেন্দু অধিকারীর ।"
আরও পড়ুন :
- নির্বাচনে মহিলারা সন্দেশখালির বদলা নেবেন, হিরণকে পাশে নিয়ে দাবি শুভেন্দুর
- 'শাহজাহানকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সিপিএমের নিরাপদ', হুগলিতে দাবি শুভেন্দুর
- এনআইএ নিয়ে তৃণমূলের 'সুপ্রিম' হুঁশিয়ারিতে শুভেন্দুর কটাক্ষ