পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান ? আধারের বিকল্পে প্রশ্ন শুভেন্দুর - Rajeev Kumar

Suvendu Adhikari on Aadhaar Cards Deactivation: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এজেন্ট দিয়ে আধার কার্ড বাতিল করানোর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতার দাবি কেন্দ্র এমন কিছু করছে না ৷ এসবই ভোটের জন্য মমতা নিজেই করাচ্ছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 7:32 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: আধার নম্বর বাতিল হওয়ার অভিযোগ মমতার ধাপ্পাবাজি ৷ লোকসভা নির্বাচনের আগে ভোট রাজনীতির কৌশল ৷ আজ বিধানসভার বাইরে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্ট দিয়ে আধার বাতিলের এই পুরো কর্মকাণ্ড চালাচ্ছেন ৷ আর এর পিছনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার থাকলেও তিনি অবাক হবেন না ৷ তিনি বলেন, "উনি (রাজীব কুমার) এসবে ওস্তাদ ৷" তবে, শুধু আধার বাতিল ইস্যু নয় ৷ রাজ্য সরকারের আধারের বিকল্প কার্ড দেওয়ার বিষয় নিয়ে শুভেন্দু প্রশ্ন তুলেছেন, "উনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান ?"

উল্লেখ্য, রবিবার সিউড়ির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের একাধিক জেলায় মানুষের আধার কার্ডের নম্বর বাতিল হয়ে যাচ্ছে ৷ এর ফলে মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ আর আজ তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রের আধার বাতিল আসলে ঘুর পথে সিএএ ও এনআরসি লাগু করার পরিস্থিতি তৈরি করছে বিজেপি ৷ যাদের আধার নম্বর বাতিল হচ্ছে, দ্রুত রাজ্য সরকারের গ্রিভেন্স নাম নথিভুক্ত করতে বলেছেন মমতা ৷ তিনি জানিয়েছেন, কোনওভাবেই রাজ্য অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না তিনি ৷

মমতার এই সব অভিযোগ এ দিন মিথ্যে বলে দাবি করেছেন শুভেন্দু ৷ আধার কার্ড তৈরির দায়িত্বে থাকা সংস্থার একটি বিবৃতির কপি হাতে নিয়ে শুভেন্দু বলেন, "ইউআইডিএআই জানিয়েছে তারা দেশে কোনও নাগরিকের আধার নম্বর বাতিল করেনি ৷ এমনটা কারও সঙ্গে হলে, সংস্থার ওয়েবসাইটে ফিডব্যাক অপশনে গিয়ে অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা ৷" শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ও নারী নির্যাতনের মতো ঘটনার জেরে ব্যাকফুটে চলে গিয়েছেন ৷ তাই নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করে ভোট পেতে চাইছেন ৷

আর এই পুরো বিষয়টি এজেন্ট মারফত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করাচ্ছেন ৷ যাতে বিজেপির বিরুদ্ধে আধারকে ইস্যু করে ভোট কিনতে পারেন ৷ আর এই পুরো চক্রান্তে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও জড়িত থাকতে পারেন বলে সন্দেহপ্রকাশ করেছেন শুভেন্দু ৷ তাঁর কথায়, "এই পুরো বিষয়টিতে রাজীব কুমারের হাত থাকলেও আমি অবাক হব না ৷ উনি এসবে ওস্তাদ ৷"

আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আধারের বিকল্প কার্ড দেওয়ার কথা বলছেন, তা কোনও মতেই বাস্তব নয় ৷ এর প্রমাণ হিসেবে তিনি রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তির কপি তুলে ধরেন ৷ যেখানে বলা হয়েছে, আধার কার্ডের নম্বর লিংক না থাকলে কোনও সরকারি পরিষেবার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না ৷ অর্থাৎ, পুরো বিষয়টি ভুয়ো বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ তিনি প্রশ্ন তুলেছেন, "এটা করে মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রমাণ করতে চাইছেন ? উনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান ?"

মোটের উপর পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে রাজনৈতিক হিংসা, দুর্নীতি, নারী নির্যাতনের পর আরও একটি বড় ইস্যু উঠে এল শাসক ও বিরোধীদের কাছে ৷ আর তা হল, সাধারণ মানুষের নৈতিক অধিকার রক্ষার ইস্যু ৷ যেখানে আধার কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ নথি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বড় ইস্যু হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷

আরও পড়ুন:

  1. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
  2. 'প্রযুক্তিগত ত্রুটির কারণেই বাতিল আধার কার্ড', হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে দাবি শান্তনুর
  3. আধার কার্ড বাতিলের কারণে হয়নি পরীক্ষার ফর্ম ফিলাপ, অন্ধকারে কলেজ পড়ুয়ার ভবিষ্যৎ

ABOUT THE AUTHOR

...view details