কলকাতা, 19 ফেব্রুয়ারি: আধার নম্বর বাতিল হওয়ার অভিযোগ মমতার ধাপ্পাবাজি ৷ লোকসভা নির্বাচনের আগে ভোট রাজনীতির কৌশল ৷ আজ বিধানসভার বাইরে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্ট দিয়ে আধার বাতিলের এই পুরো কর্মকাণ্ড চালাচ্ছেন ৷ আর এর পিছনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার থাকলেও তিনি অবাক হবেন না ৷ তিনি বলেন, "উনি (রাজীব কুমার) এসবে ওস্তাদ ৷" তবে, শুধু আধার বাতিল ইস্যু নয় ৷ রাজ্য সরকারের আধারের বিকল্প কার্ড দেওয়ার বিষয় নিয়ে শুভেন্দু প্রশ্ন তুলেছেন, "উনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান ?"
উল্লেখ্য, রবিবার সিউড়ির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের একাধিক জেলায় মানুষের আধার কার্ডের নম্বর বাতিল হয়ে যাচ্ছে ৷ এর ফলে মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ আর আজ তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রের আধার বাতিল আসলে ঘুর পথে সিএএ ও এনআরসি লাগু করার পরিস্থিতি তৈরি করছে বিজেপি ৷ যাদের আধার নম্বর বাতিল হচ্ছে, দ্রুত রাজ্য সরকারের গ্রিভেন্স নাম নথিভুক্ত করতে বলেছেন মমতা ৷ তিনি জানিয়েছেন, কোনওভাবেই রাজ্য অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না তিনি ৷
মমতার এই সব অভিযোগ এ দিন মিথ্যে বলে দাবি করেছেন শুভেন্দু ৷ আধার কার্ড তৈরির দায়িত্বে থাকা সংস্থার একটি বিবৃতির কপি হাতে নিয়ে শুভেন্দু বলেন, "ইউআইডিএআই জানিয়েছে তারা দেশে কোনও নাগরিকের আধার নম্বর বাতিল করেনি ৷ এমনটা কারও সঙ্গে হলে, সংস্থার ওয়েবসাইটে ফিডব্যাক অপশনে গিয়ে অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা ৷" শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ও নারী নির্যাতনের মতো ঘটনার জেরে ব্যাকফুটে চলে গিয়েছেন ৷ তাই নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করে ভোট পেতে চাইছেন ৷