কলকাতা, 4 মে: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল প্রার্থী মালা রায় প্রায় 1 লক্ষ 50 হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন। তবে জোড়াফুলের জয়ের আনন্দ ম্লান করে দিয়েছিল পদ্মফুল। কারণ ফলাফলে দেখা গিয়েছিল, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের আওতাধীন 59টি ওয়ার্ডের মধ্যে 26টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। এবার সেই 26 ওয়ার্ড পাখির চোখ করে ময়দান চষে ফেলছেন বিদায়ী সাংসদ মালা রায়। এবার তাঁর লক্ষ্য এই ওয়ার্ডগুলোয় জোড়াফুলকে লিড দেওয়া।
কলকাতা দক্ষিণ সর্বদাই গুরুত্বপূর্ণ কেন্দ্র। তৃণমূলের কাছে প্রেস্টিজ ইস্যুও বটে ৷ কারণ ওই আসনে দীর্ঘ সময় ভোটে দাঁড়িয়ে জিতে দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ও বর্তমানে সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় থেকে একাধিক মন্ত্রীর বসবাসও এই কেন্দ্রেই। আর সেখানেই পদ্মের রমরমা তৃণমূলের কাছে খুব একটা সুখকর বিষয় নয়।
এবার গত লোকসভায নির্বাচনে পিছিয়ে থাকা সেই 26টি ওয়ার্ডে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল প্রার্থী মালা রায় ৷ ইতিমধ্যেই রোড শো থেকে ছোট জনসভা করার সঙ্গেই বিধানসভা ধরে ধরে কর্মীসভাও করে ফেলেছেন মালা রায় ৷ প্রতিদিন এক একটি করে পিছিয়ে থাকা ওয়ার্ড ধরে ধরে সেখানে কর্মীসভা করছেন মালা রায়। এই প্রসঙ্গে দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতা বলেন, "জয় নিশ্চিত। তবু ঝুঁকি কমাতে হবে। তাই ধরে ধরে নিচুতলার প্রতি ঘরে পৌঁছাতে হবে কর্মীদের। গতবারের 26টি ওয়ার্ড যেখানে পিছিয়ে ছিলাম সেখানে এবার ফের সবুজ আবির ওড়াব।"
2019 লোকসভা নির্বাচনী ফলাফল বলছে, মুখ্যমন্ত্রীর নিজের ভবানীপুর কেন্দ্রে তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি এগিয়েছিল। এর পাশাপাশি 63, 70, 71, 72, 73, 74 নম্বর ওয়ার্ডেও ফুটেছিল পদ্ম। এই লোকসভার আওতাধীন বন্দর বিধানসভার বিধায়ক রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর এলাকায় 76, 79, 80 এই তিনটি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। রাসবিহারী বিধানসভার আওতাধীন 81, 84, 86, 87 ও 93 ওয়ার্ডে তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি।