পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

হাইকোর্টের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, বাটানগর থেকে দাবি অভিষেকের

Abhishek Banerjee on Non-arrest of Shahjahan Sheikh: কেন পুলিশ গ্রেফতার করতে পারছে না শেখকে শাহজাহান ? যার জবাবে এবার আদালতকে দায়ী করলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি দাবি করেছেন, ইডির আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য পুলিশের সিটের তদন্তে স্থগিতাদেশ জারি করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 10:13 AM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: শেখ শাহজাহানের গ্রেফতারির প্রশ্নে বিচার ব্যবস্থাকেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার মহেশতলার বাটানগর থেকে শেখ শাহজাহানের গ্রেফতারি থেকে শুরু করে সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হন তিনি ৷ সেখান থেকে শাহজাহানের গ্রেফতার না হওয়ার পিছনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের স্থগিতাদেশকে দায়ী করলেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, আদালতই পুলিশের হাত বেঁধে দিয়েছে ৷

শাজাহান শেখের গ্রেফতার না হওয়ার অভিযোগের জবাবে অভিষেককে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখার জন্য বিচার ব্যবস্থা দায়ী ৷ শাজাহানকে রক্ষাকবচ দিয়ে রেখেছে আদালত ৷ তাঁর অভিযোগ হাইকোর্ট পুলিশের হাত বেঁধে রেখেছে ৷ এদিন অভিষেক বলেন, "রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের একজন করে আধিকারিককে নিয়ে শাজাহানকে গ্রেফতারের জন্য সিট গঠন করেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ৷ কিন্তু, ইডির আবেদনে প্রধান বিচারপতি তা স্থগিত করে দিয়েছেন ৷ আর সেই কারণে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না ৷ আদালত অনুমতি দিলে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে ৷"

তিনি বলেন, "যদি কেউ জনগণের উপর অত্যাচারের জন্য দায়ী হয়, অথবা দুর্নীতির সঙ্গে যুক্ত হয় দল তাঁর পাশে দাঁড়াবে না ৷ বরং সরকার ও দল তাঁর বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেবে ৷" এদিন সন্দেশখালিতে বিজেপির নেতাদের সফর নিয়ে মুখ খুলেছেন অভিষেক ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে সন্দেশখালি ইস্যুকে জিইয়ে রাখা হচ্ছে ৷ এই ইস্যুকে বাঁচিয়ে রাখতে মিডিয়া হাইপ তৈরি করতেই প্রতিদিন নিয়ম করে দিল্লি থেকে প্রতিনিধি দল ও বিজেপি নেতাদের সন্দেশখালি পাঠানো হচ্ছে ৷" তিনি প্রশ্ন তুলেছেন, আদালতের অনুমতি নিয়ে সকলেই কেন একদিনে সন্দেশখালি যাচ্ছেন না ?

পাশাপাশি, সন্দেশখালিতে তৃণমূলের সভার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, সন্দেশখালিতে সভা-সমাবেশের থেকেও বড় মানুষের জীবন ৷ আর তাই আগামী 3 মার্চ সেখানে তৃণমূলের সভা হওয়ার কথা থাকলেও, এই পরিস্থিতিতে এখনই সভা করার কোনও প্রয়োজন নেই ৷ এদিন তিনি বলেছেন, "স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে, সব হবে ৷" একইসঙ্গে এদিন সন্দেশখালি যাওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন অভিষেক ৷ তিনি বলেন, আগামী 10 মার্চ ব্রিগেড সমাবেশ ৷ তার আগে 29 তারিখ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে ৷ তাই এখন কোনও সভা সমাবেশ করা যাচ্ছে না ৷ তবে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে সব হবে ৷ আগামী দিনে তিনিও যাবেন সন্দেশখালি ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে যেতে বাধা, ডিজি'র কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
  2. 'আগে কেন বলেননি?' শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে শুভেন্দুকে তোপ অভিষেকের
  3. একশোর বেশি অভিযোগ, শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এফআইআর রুজু পুলিশের

ABOUT THE AUTHOR

...view details