পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'টিকিট ফ্যাক্টর নয়, দল হারলে সেটা আমারও হার'; দলবদলের জল্পনা উড়িয়ে জানালেন সায়ন্তিকা - Sayantika talks to ETV Bharat

Sayantika Banerjee Interview: লোকসভায় তৃণমূলের টিকিট না পেয়ে নাকি অভিমানী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী অভিমানে দলত্যাগও করছেন অভিনেত্রী ৷ সত্যিই কি তাই? জল্পনার মাঝেই ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বললেন সায়ন্তিকা ৷ কী বললেন তিনি?

Sayantika Banerjee Interview
ইস্তফার জল্পনা ওড়ালেন সায়ন্তিকা

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 1:01 PM IST

ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন সায়ন্তিকা

কলকাতা, 13 মার্চ: 10 মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলার সবক'টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ আর সেই ঘোষণার পর থেকেই দলের প্রতি 'বিদ্রোহী' মনোভাব দেখিয়েছেন শাসকদলের একাধিক নেতা-নেত্রী কিংবা সাংসদ ৷ টিকিট না-পেয়ে যেমন দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং, তেমনই দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন অভিনেত্রী টার্নড রাজনীতিবিদ 'অভিমানী' সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ দলের সমস্ত পদ থেকে তাঁর ইস্তফার চিঠি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ কিন্তু সোশালে ভাইরাল সেই চিঠির নাকি বৈধতাই নেই ৷ এমনকী টিকিট না-পেয়ে তাঁর দল ছাড়ার বিষয়টি ভিত্তিহীন বলে ইটিভি ভারতে দাবি করলেন সায়ন্তিকা ৷

'আওয়ারা' অভিনেত্রীর দাবি, তাঁর কাছে টিকিট কোনও ফ্যাক্টরই নয় ৷ যদিও 2021 বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে ঘাসফুলের প্রার্থী হয়েছিলেন তিনি ৷ কিন্তু বিজেপি'র নীলাদ্রি শেখর দানার কাছে পরাজিত হতে হয় তাঁকে ৷ কিন্তু তারপরেও দলের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে থেকেছেন সায়ন্তিকা ৷ পরবর্তীতে কলকাতা পৌরনিগমের নির্বাচন কিংবা উপনির্বাচনেও দলের হয়ে কাজ করেছেন তিনি ৷ সেই সায়ন্তিকা লোকসভায় টিকিট না-পেয়ে দল ছাড়ছেন, এমন খবরই সামনে আসতে থেকে দিনদু'য়েক আগে ৷

সায়ন্তিকা টিকিট না-পাওয়া কিংবা তাঁর দল ছাড়ার জল্পনা নিয়ে ইটিভি ভারতকে বলেন, "আমি টিকিটের আশায় রাজনীতি করি না। দিদিকে ভালো লাগে বলেই রাজনীতিতে আসা। এবার টিকিট না-পাওয়ায় আমি একটুও রেগে নেই। আর ওই চিঠিটারও কোনও ভিত্তি নেই। প্রার্থীর পাশে আমি আছি থাকব। বাঁকুড়াতে আমি তিন বছর ধরে যাচ্ছি। ওখানকার মানুষদের সঙ্গে সময় কাটিয়েছি। বাঁকুড়ার হার মানে আমার হার হবে। আমি প্রচারেও থাকব অন্যান্য কর্মসূচিতেও থাকব।" টিকিট না-পেয়ে তাঁর বিজেপি'তে যোগদানের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সায়ন্তিকা জানান, বিষয়টি একেবারেই ঠিক নয় ৷

আরও পড়ুন:

  1. 'কানের নীচে থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না', 'চোর' স্লোগানে মেজাজ হারালেন দিলীপ
  2. ‘শাহনাওয়াজ রাষ্ট্রদ্রোহী’, মালব্যর অভিযোগে পালটা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও
  3. ব্যারাকপুরের নির্বাচনী ‘মহা-ভারতে’ কি এবার সম্মুখসমরে অর্জুন-পার্থ !

ABOUT THE AUTHOR

...view details