কলকাতা, 18 মার্চ: মাত্র তিনমাসের মধ্যে রাজ্য পুলিশের ডিজি বদল হয়ে গেল । জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে আজ রাজীব কুমারকে বদলে বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি করা হয়েছে । কিন্তু, দায়িত্ব পাওয়ার কয়েকমাসের মধ্যেই ডিজি বদল করায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে । বিরোধীরা রাজীব কুমারের যোগ্যতা ও পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন । অন্যদিকে রাজ্যের শাসকদলের দাবি, বিজেপির মদতে চলছে নির্বাচন কমিশন ।
এই ঘটনায় সিপিএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী বলেন,"এটা স্বাভাবিক এবং সঙ্গত। সবাই জানত । ওকে ডিজি করেছে, এটা জেনেই যাতে ওকে ডিজি থেকে সরিয়ে দেওয়া যায় । সব জেনে বুঝে ডেসপারেটলি মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে ডিজি করে শাহজাহান-শিবু মার্কা ফাইলের তথ্য লোপাট করতে। ডিসেম্বর মাসে নিয়োগ করে দু'আড়াই মাস ধরে পিসি ভাইপো-শাহজাহান-শিবুদের ফাইল লোপাট করেছে। এখন তথ্য লোপাট করার কাজ শেষ। ফলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন কোনও চিন্তা নেই তো। পুলিশের লোকেরা বলে রাজীব কুমার যোগ্য অফিসার, তাহলে কেন মাত্র কয়েকমাসে সরিয়ে দেওয়া হল ? রাজীব কুমারকে কি নিজে আয়নার সামনে দাঁড়াবেন ? তিনি দলতন্ত্রের অংশীদার। তিনি আউট। নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু, রাজীব কুমারের মতো আরও আইপিএস অফিসার আছেন। তাঁদের কী হবে ? এদের কারণেই নিচুতলার অফিসাররা সমস্যায় পড়ছেন ।"