কলকাতা, 2 মার্চ: বঙ্গে বিয়াল্লিশ আসনেই বিজেপিকে জেতাতে হবে। এদিন কৃষ্ণনগরের জনসভা থেকে শুভেন্দু-সুকান্তকে এই লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বাংলার যে প্রার্থী তালিকা প্রকাশ করল, তাতে প্রাথমিক ভাবে খুব একটা চমক নেই বলেই দাবি রাজনৈতিক মহলের। শনিবার সন্ধেয় বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের 195টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়, যার মধ্যে হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে হাওড়া সদর কেন্দ্রে দলীয় প্রার্থী মনোনীত করেছে।
তাঁকে প্রার্থীরূপে ঘোষণার পর সোশাল মিডিয়াজুড়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন দলীয় সমর্থকরা। পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক প্রার্থী নিজের জয়ের ব্যাপারে একাশ শতাংশ নিশ্চিত। প্রধানমন্ত্রীর স্বপ্নের দেশ তৈরির ডাককে সমর্থন জানিয়ে হাওড়া সদরবাসী তাঁকে আশীর্বাদ করে লোকসভাতে নির্বাচিত করবে এমনই আত্মবিশ্বাস শোনা গেল হাওড়া সদর বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীর গলায়। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ইটিভি ভারতকে রথীন চক্রবর্তী ফোনে বলেন, "আগামিকাল থেকেই প্রচার শুরু করে দেব ৷ এছাড়াও সংগঠনের কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নিতে হবে।