হাওড়া, 13 এপ্রিল: নির্বাচনী প্রচারের মাঝে সিপিএমকে তীব্র আক্রমণ করলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী । তাঁর বিরুদ্ধে বামেদের তোলা অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, "সিপিএমের সার্টিফিকেট আমাদের চাই না । ভারতের রাজনীতিতে সিপিএম একটা অপ্রাসঙ্গিক দল । তাদের অস্তিত্ব ও শক্তি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ৷ তাই তাদের কথা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না ।" শনিবার সকালে বেলুড় মঠ থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি ৷ এরপর বালি ও বেলুড়ের একাধিক এলাকায় রোজ শো করতে দেখা যায় তাঁকে ৷
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুন নিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে একহাত নেন রথীন চক্রবর্তী ৷ তিনি বলেন, "ভারতীয় সংস্কৃতিকে ছোট করা, ভারতীয় সংস্কৃতিকে বাইরে বেঁচে দেওয়া, বিদেশি রাষ্ট্রদ্রোহী শক্তিকে এই দেশে নিয়ে আসা এগুলো আমাদের বিরোধীদের প্রধান কাজ । সেই কাজ করতে গিয়ে সারা বিশ্বে তারা ক্রমশ অসফল ও বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেইজন্য তারা এখন আনাচেকানাচে বিভিন্ন কৌতুক চিত্র এঁকে বেড়াচ্ছে ।"