কলকাতা, 23 ফেব্রুয়ারি: এক সপ্তাহের মধ্যে টানা তিনবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্চের 1, 2 ও 6 তারিখ সভা করবেন তিনি ৷ বৃহস্পতিবার জানা গিয়েছিল যে আগামী 6 মার্চ উত্তর 24 পরগনার সদর শহর বারাসতে তিনি সভা করবেন ৷ শুক্রবার জানা গেল তার আগেই তিনি দু’টি সভা করবেন ৷ প্রথমটি হবে হুগলির আরামবাগে (1 মার্চ)৷ আর দ্বিতীয় সভাটি হবে নদিয়ার কৃষ্ণনগরে (2 মার্চ) ৷
লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টি আসন জেতার লক্ষ্য নিয়েছে বিজেপি ৷ গত এপ্রিলে বীরভূমের সিউড়ির একটি জনসভা থেকে সেকথা ঘোষণাও করেন অমিত শাহ ৷ এর পর তিনি একাধিকবার বাংলায় এসেছেন ৷ কলকাতায় একটি সভাও করেন ৷ রাজ্যে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ কিন্তু আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার তিনি আসতে চলেছেন ৷ তাও এবার মার্চের প্রথম সাতদিনের মধ্যে তিনটি সভা করবেন তিনি ৷
মার্চে যে প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসতে পারেন, তা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ৷ বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে আগামী 6 মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেটি হবে মহিলা সমাবেশ ৷ সেখানেই সন্দেশখালির নির্যাতিতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা করার কথা ৷
উল্লেখ্য, সন্দেশখালি এখন অগ্নিগর্ভ হয়ে রয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷ বিজেপি বারবার সেখানে পৌঁছানোর চেষ্টা করছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন ৷ সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশি বাধার মুখে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হয় সুকান্ত মজুমদারকে ৷ বৃহস্পতিবার তিনি সন্দেশখালিতে গিয়েছিলেন ৷ স্থানীয় থানার সামনে তিনি ধরনাও দেন ৷