কলকাতা, 6 মার্চ:ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে পরপর তিনটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনটিই ছিল মূলত দক্ষিণবঙ্গে ৷ এবার উত্তরের জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি ৷ বিজেপি সূত্রে খবর, আগামী 9 মার্চ ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী ৷ তিনদিনের তিনটি কর্মসূচি নিয়ে এবার রাজ্যে আসছেন মোদি ৷
হুগলি, কৃষ্ণনগরের পর বুধবার বারাসতে জনসভা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ আর তিন সভা থেকেই রাজ্যের শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদিকে ৷ বিজেপি সূত্রে খবর, সামনে লোকসভা নির্বাচনের প্রচারে কম করে মোট 30 বার বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী । এদিন কলকাতায় একাধিক মেট্রো রুটের উদ্বোধন করে বারাসতে দলীয় জনসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি সেখানেই সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গেও কথা বলেন তিনি।
এরপর ফের আগামী 9 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, ওইদিন শিলিগুড়ি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর 11 মার্চ তিনি যাবেন ঝাড়গ্রামে ৷ অন্যদিকে, আগামী 12 মার্চ কোচবিহারে জনসভা করতে পারেন তিনি। তবে এই জনসভাগুলির সঠিক সময় এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। প্রধানমন্ত্রী সচিবালয় থেকেও এখনও কিছু জানানো হয়নি ৷
লোকসভা ভোটের আবহে ঘন ঘন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ৷ এমনকী অমিত সাহের 35 আসনের থেকে একধাপ এগিয়ে খোদ মোদি জানিয়ে দিয়েছেন, রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্য়ে 42টি আসনেই পদ্ম ফোটাতে হবে ৷ আর সেকারণেই কি তিনি বাড়তি নজর দিচ্ছেন পশ্চিমবঙ্গের দিকে ? এর ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি স্পষ্টতই জানিয়েছিলেন, অন্তত প্রধানমন্ত্রীকে 35টি জনসভা করার অনুরোধ করা হবে ৷ তবে যেভাবে প্রধানমন্ত্রী মার্চের প্রথম সপ্তাহেই একের পর এক সভা করছেন, তাতে বিজেপির দাবিকে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন: