সন্দেশখালি, 10 মার্চ: তৃণমূলের উৎখাত হবে সন্দেশখালির মা-বোনদের হাতে ৷ নির্বাচনী আবহে সন্দেশখালির জনসভা থেকে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহানের নেতৃত্ব মহিলাদের উপর নির্যাতন ও জমি দখলের যে অভিযোগ উঠেছে ৷ তার প্রেক্ষিতে এদিন সুকান্ত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর কাছে চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষদের সম্মান যতটা বড় ৷ আমার সন্দেশখালির মা-বোনদের সম্মান আরও বড় ৷"
কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ সন্দেশখালিতে জনসভা করে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ মূলত তৃণমূলের ব্রিগেডের 'জনগর্জন' সভার পালটা হিসেবেই সন্দেশখালিতে জনসভা করার সিদ্ধান্ত নেয় বিজেপি ৷ সেই মঞ্চ থেকে রাজ্য বিজেপির সভাপতি স্পষ্ট করে দিলেন, আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের লড়াইয়ের ইস্যু নারী নির্যাতন ৷ আর তার প্রাণকেন্দ্র হতে চলেছে সন্দেশখালি ৷
আর তাই সুকান্ত মজুমদার বলেন, "সন্দেশখালির নির্যাতিত মা-বোনদের পাশে শুধু রাজ্য বিজেপি নয় ৷ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী রয়েছেন ৷ আমাদের কাছে এখানকার মা-বোনেরা অভিযোগ করেছেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে ৷ আমি বলছি, আপনাদের ভয়ের কিছু নেই ৷ প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে রয়েছেন ৷ তিনি আপনাদের দুঃখ-কষ্টের কথা বোঝেন ৷ আপনারা সুবিচার পাবেন ৷ আর মহিলাদের উপর অত্যাচার চালানো তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করবে সন্দেশখালির তথা বাংলার মা-বোনেরা ৷"