নয়াদিল্লি, 27 জানুয়ারি: দুর্নীতি ইস্যুতে ফের বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার তিনি দাবি করেন যে যাঁরা শৃঙ্খলা ভাঙেন, বিরোধীরা তাঁদের পাশে গিয়ে দাঁড়ান ৷ একই সঙ্গে তাঁর বক্তব্য, আদালত থেকে দোষী সাব্যস্ত ব্যক্তিদের গৌরবান্বিত করা আসলে প্রশাসন, বিচার বিভাগ ও সংবিধানের অপমান ৷
সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনে এ দিন একটি ভিডিয়ো বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা বলেন৷ তাঁর আরও বক্তব্য, আজকের পরিস্থিতিতে আইনসভা ও কমিটিগুলির দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সজাগ নাগরিকরা প্রতিটি প্রতিনিধিকে যাচাই করে ।
উল্লেখ্য, বিহারে এখন রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে রয়েছে ৷ জেডিইউ-এর নীতীশ কুমার আরজেডি ও কংগ্রেসের সঙ্গে ছেড়ে বিজেপির হাত ধরার জন্য প্রস্তুত ৷ ঠিক সেই পরিস্থিতিতে এ দিন প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ কারণ, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় রয়েছেন ৷ তিনি পশুখাদ্য মামলায় সাজাপ্রাপ্ত ৷ শারীরিক অসুস্থতার কারণে জামিনে জেলের বাইরে রয়েছেন ৷ মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এ দিনের মন্তব্য, সেই দিকেই ইঙ্গিত করছে ৷
তাই প্রিসাইডিং অফিসারদের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন, কিভাবে আইনসভায় শৃঙ্খলা মেনে চলা উচিত, তা নিয়ে আলোচনা করা উচিত ৷ তিনি বলেন, "আজ আমরা আরও একটি পরিবর্তনের সাক্ষী হচ্ছি । আগে সংসদের কোনও সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে, সবাই তাঁর থেকে দূরে সরে যেত । কিন্তু আজকে আমরা দেখছি, এমনকি আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়া দুর্নীতিবাজরাও প্রকাশ্যে মহিমান্বিত হচ্ছেন... এটি কার্যনির্বাহী বিভাগের অপমান । এটি বিচার বিভাগের অপমান । এটি ভারতের মহান সংবিধানেরও অপমান । এই সম্মেলনে এই বিষয়ে আলোচনা এবং সুনির্দিষ্ট পরামর্শ ভবিষ্যতের জন্য একটি নতুন রাস্তা তৈরি করবে ৷’’