বারাণসী, 23 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিজের সংসদীয় এলাকা বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল উন্নয়নের খতিয়ান ৷ তিনি দাবি করলেন যে গত 10 বছরে বারাণসীর ভোলবদল হয়েছে উন্নয়নের মাধ্যমে ৷ বারাণসী যেহেতু মহাদেবের শহর ৷ তাই মহাদেবের হাতে থাকা ডমরুর প্রসঙ্গও উঠে এল প্রধানমন্ত্রীর ভাষণে ৷ কাশীর ভোলবদলকে তিনি উন্নয়নের ডমরু বলে ব্যাখ্যা করলেন ৷ পাশাপাশি আগামী পাঁচ বছরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ৷ শুধু বারাণসী নয়, সারা দেশের উন্নয়নে নতুন গতি আসবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর কথায়, এটাই মোদির গ্য়ারান্টি ৷
বৃহস্পতিবার রাতেই বারাণসীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে ৷ সেই কর্মসূচির মধ্যে একটি ছিল বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ৷ সেখানে দাঁড়িয়েই তিনি বারাণসী থেকে দেশের উন্নয়নের খতিয়ান যেমন দিয়েছেন, তেমনই আগামী পাঁচ বছর আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কাশী সমস্ত জ্ঞানের রাজধানী, আজ আবার সেই শক্তি ও কাশীর রূপ ফুটে উঠছে । সারা ভারতবর্ষের জন্য এটা গর্বের বিষয় । আমরা সবাই শুধুই একটা মাধ্যম, কাশীতে যিনি কাজ করেন, তিনি হলেন মহাদেব । পৃথিবীর যেখানেই মহাদেবের আশীর্বাদ রয়েছে, সেই জায়গাই সমৃদ্ধ হয় ৷" এর পর তাঁর সংযোজন, "এই মুহূর্তে মহাদেব খুব খুশি । তাই তাঁর আশীর্বাদে 10 বছরে কাশী দেখল উন্নয়নের 'ডমরু' চারদিকে বাজছে ।"
এর পর তিনি বলেন, "সারা দেশ থেকে, এমনকি বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষ জ্ঞান, গবেষণা ও শান্তির সন্ধানে কাশীতে আসেন । প্রতিটি প্রদেশ, প্রতিটি ভাষা, প্রতিটি উপভাষা, প্রতিটি প্রথা থেকে মানুষ কাশীতে এসে বসতি স্থাপন করেছেন ।" একথা বলার পর তিনি আগামিদিনের কথায় চলে যান ৷ বলেন, "আগামী পাঁচ বছরে, এই আত্মবিশ্বাসের সঙ্গে দেশ উন্নয়নে নতুন গতি পাবে, দেশ সাফল্যের নতুন নিদর্শন তৈরি করবে এবং এটাই মোদির গ্যারান্টি ।"
2014 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েছিলেন নরেন্দ্র মোদি ৷ সেবার তিনি লড়াই করেছিলেন গুজরাতের একটি আসন ও উত্তরপ্রদেশের বারাণসী থেকে ৷ দু’টি আসনে জয়ের পর তিনি বারাণসীর সাংসদ হিসেবে থেকে যান ৷ গুজরাতের আসন থেকে পদত্যাগ করেন ৷ 2019 সালে তিনি শুধু বারাণসী থেকেই লড়াই করেন ৷ এবারও তিনি যে ওই কেন্দ্রেরই প্রার্থী হতে চলেছেন, তা প্রায় নিশ্চিত ৷