পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দ্বিতীয় দফার ভোটের দিন মালদায় মোদি, দু’লক্ষেরও বেশি ভিড় হবে; দাবি বিজেপির - Narendra Modi meeting in Malda - NARENDRA MODI MEETING IN MALDA

Narendra Modi Malda Meeting: অল্প সময়ের নোটিশে ঠিক হয়েছে মালদায় সভা করবেন প্রধানমন্ত্রী ৷ তবু দ্বিতীয়দফার ভোটের দিন মোদির এই সভায় দু’লক্ষেরও বেশি মানুষের জমায়েত হবে বলে আশাবাদী জেলার বিজেপি নেতারা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 8:31 PM IST

মালদা, 25 এপ্রিল: এখনও আক্ষেপ রয়েছে মালদার বিজেপি নেতা-নেত্রীদের একাংশের ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি এলে হয়তো আসন সংখ্যা আরও বাড়ত ৷ মাত্র চারটে আসনে আটকে যেতে হত না ৷ তাই লোকসভা নির্বাচনে আর দেরি নয় ৷ যেদিন পাশের দুই জেলায় দ্বিতীয় দফার নির্বাচন, সেদিনই এখানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মালদার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে একটিই জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ এর জন্য এই মুহূর্তে প্রবল তৎপরতা মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুরে ৷ বাইপাস সংলগ্ন মাঠে শুক্রবার সকালে মোদির সভা ৷ পাশাপাশি বিজেপির জেলার নেতাদের দাবি, শুক্রবার মোদির সভায় দু’লক্ষেরও বেশি মানুষের ভিড় হবে ৷

অল্প সময়ের নোটিশে ঠিক হয়েছে প্রধানমন্ত্রীর সভা ৷ বুধবার থেকে সভাস্থল তৈরির কাজে গতি এসেছে ৷ ওইদিন প্রায় সারা রাত কাজ হয়েছে ৷ এদিনও রাতভর কাজ হবে বলে জানা গিয়েছে ৷ সভাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাধাইপুর এলাকায় তিনটি অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের কাজ প্রায় শেষ ৷ এদিন সকালেও সেখানে মহড়া দিয়েছে ভারতীয় বিমান বাহিনীর কপ্টার ৷ সেখান থেকে গাড়িতে চেপে সভাস্থলে আসবেন মোদি ৷ পুরো রাস্তার দু’ধার বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে ৷

সভাস্থলে তিনটি ছাউনি তৈরির কাজ রাতের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ৷ উদ্যোক্তারা নিশ্চিত, শুক্রবার সকালের মধ্যেই সভাস্থল তৈরির কাজ শেষ হয়ে যাবে ৷ বুধবার রাত থেকে সভাস্থলের নিরাপত্তাভার নিজেদের হাতে তুলে নিয়েছে এসপিজি ৷ দফায় দফায় সভাস্থল ও সংলগ্ন এলাকা পরিদর্শন করছেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব-সহ জেলা পুলিশের শীর্ষকর্তারা ৷ পাশের 12 নম্বর জাতীয় সড়কেও তীক্ষ্ণ নজর রেখে চলেছে পুলিশ ৷

সভার ইনচার্জ তথা বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ-সভাপতি তাপসকুমার গুপ্ত বলেন, “একুশের বিধানসভা নির্বাচনের প্রচারেও প্রধানমন্ত্রীর মালদায় আসার কথা ছিল ৷ কিন্তু বিশেষ কারণে তিনি আসতে পারেননি ৷ এতে আমরা খুব বিমর্ষ ছিলাম ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহাপুর বাইপাস সংলগ্ন নিত্যানন্দপুরে জনসভা করতে আসছেন ৷ আমরা ভীষণ খুশি ৷ হাতে খুব অল্প সময় ৷ তাই ঝড়ের গতিতে কাজ করতে হচ্ছে ৷ এসপিজির নির্দেশ মেনে কাজ করতে গিয়ে কয়েকটি ক্ষেত্রে দেরিও হচ্ছে ৷"

জানা গিয়েছে, ওইদিন সকাল পৌনে 11টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার পৌঁছবে মালদা ৷ সেখান থেকে গাড়িতে তিনি মঞ্চে পৌঁছবেন ৷ এই সভাস্থল জনসমুদ্রে পরিণত হবে বলেও দাবি বিজেপি নেতৃত্বের ৷ সভায় দুই লক্ষেরও বেশি মানুষের জমায়েত হবে বলে আশা গেরুয়া শিবিরের ৷ আগামিকাল প্রধানমন্ত্রী মলদার ভয়াবহ গঙ্গা ভাঙন-সহ নানাবিধ সমস্যার সমাধানের ব্যাপারে কোনও আশ্বাস দেন কিনা সেটাই এখন দেখার। পাশাপাশি জেলার আম-রেশম চাষ নিয়ে নতুন কোনও পরিকল্পনার কথা তিনি বলেন কি না তার দিকেই সকলের নজর ৷

আরও পড়ুন

রাজ্যে ফের প্রচারে প্রধানমন্ত্রী, দ্বিতীয় দফা ভোটের দিন মোদির জোড়া সভা

বাংলায় অনুপ্রবেশ ঠেকাতে পারে শুধু বিজেপি, রায়গঞ্জে দাবি অমিতের

ABOUT THE AUTHOR

...view details