কলকাতা, 26 মার্চ: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচার সম্পর্কে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজেপি প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তাঁকে 'শক্তি স্বরূপ' হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, প্রার্থীর সঙ্গে বিজেপি'র সমর্থন সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ প্রায় নয় মিনিট এদিন রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ আর এদিনই রেখা পাত্র বলেন, "গরিব মানুষের কেউ থাকে না, মাথার উপর ভগবান থাকে ৷ সেটাই আমি দেখলাম ৷ আমার মাথার উপর মোদি সরকার এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷"
বসিরহাটে গেরুয়া শিবিরের তরফে প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন সন্দেশখালির একাংশের মহিলারা ৷ সন্দেশখালির 'প্রতিবাদী মুখ' রেখা পাত্রকে পছন্দ নয় বলেই সাফ জানিয়েছিল এলাকাবাসী ৷ এমনকী রেখার বিরুদ্ধে পোস্টার নিয়ে রাস্তায় নামতেও দেখা যায় এলাকার মহিলাদের ৷ যা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী হাজি নুরুল ৷ তিনি বলেন, "যে প্রার্থী হয়েছেন তা নিয়ে আমার কিছু বলার নেই ৷ আগে সাতটা বিধানসভা তো উনি চিনে নিক, তারপর তো জিতবে !" এখানেই শেষ নয়, তৃণমূল প্রার্থীর দাবি, "জেতা তো দূরের কথা, তার দল আগে তাঁকে মেনে নিক ৷ এখানে তিন লক্ষ লিড ছিল ৷ সেগুলো কি উড়ে যাবে ? ফলের দিন দেখা যাবে কে কত ভোট পেয়েছে ৷"
তৃণমূল প্রার্থী যাই বলুন, রেখা পাত্র কিন্তু জয়ের বিষয়ে আশাবাদী ৷ সন্দেশখালিতে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ ছিল রেখা পাত্র ৷ তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁকে নিয়ে দলের মধ্যে বা এলাকায় যে ক্ষোভ আছে সে প্রসঙ্গে বলতে গিয়ে রেখা বলেন, "আমার মাথার উপর মোদি সরকার এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷ রাম মন্দির উদ্বোধনের পরই আমাদের রাজ্যে মা-বোনেদের মধ্যে শক্তি এসেছে অন্যায়ের বিরোধিতা বা প্রতিবাদ করার ৷ গরিব মানুষের কেউ থাকে না মাথার উপর ভগবান থাকে ৷ সেটাই আমি দেখলাম ৷"