পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'সন্দেশখালির ঝড় তৃণমূলকে উড়িয়ে নিয়ে যাবে বাংলা থেকে', বারাসতে হুঙ্কার মোদির

PM Modi attacked TMC: বারাসতের সবা থেকে ফের একবার সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তৃণমূল রাজ্যে মা-বোনেদের উপর অত্য়াচার করে ঘোর পাপ করেছে বলেও কড়া ভাষায় ভর্ৎসনাও শোনা গেল প্রধানমন্ত্রীর গলায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 2:15 PM IST

Updated : Mar 6, 2024, 2:51 PM IST

বারাসতে হুঙ্কার মোদির

বারাসত, 6 মার্চ: মহিলাদের উপর অত্য়াচার করে অন্য়ায় করেছে তৃণমূল ৷ সারা রাজ্যে সন্দেশখালি ঝড় উঠবে ৷ বুধবার বারাসতের 'নারী সম্মান সমাবেশ' থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এদিন অবশ্য সন্দেশখালি নিয়ে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্য়ায় বা মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তোলেননি প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "তৃণমূল রাজত্বে নারীদের উপর অত্য়াচারের মতো ঘোর পাপ হচ্ছে ৷ মা-বোনেদের উপর অত্য়াচার করে তৃণমূল ঘোর অন্য়ায় করেছে ৷ সন্দেশখালিতে যা হয়েছে তাতে লজ্জায় মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছে ৷"

এখানেই শেষ নয়, এদিন আরও একবার প্রকারান্তরে সন্দেশখালি প্রসঙ্গে নাম না-করে শেখ শাহজাহানকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সন্দেশখালির ঘটনায় তৃণমূল সরকার দোষীদের বাঁচাতে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে ৷ কিন্তু হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার ৷ তৃণমূলের নেতারা গরিব, দলিতদের উপর অত্যাচার করছে ৷ আর সেই অত্য়াচারি নেতাদের উপরই ভরসা রাখছে তৃণমূল ৷ বাংলার মা-মানুষের উপর তাদের আর বিশ্বাস নেই ৷ পুরো বাংলায় এই সন্দেশখালির ঝড় উঠবে ৷ তৃমমূলের মাফিয়া শক্তিকে পরাজিত করতে মা-বোনেরা জেগে উঠেছে ৷"

এদিন বিরোধী ইন্ডিয়া জোট নিয়েও সরব হয়েছেন প্রধানমন্ত্রী ৷ বারাসত থেকে ইন্ডিয়া জোট এবং তার শরিক দলগুলিকে এক হাত নিয়েছেন মোদি ৷ তিনি বলেন, "নিজেদের হার বুঝতে পেরে আমাকে গালি দিচ্ছে ৷ ধর্ষণের মতো গুরুতর অপরাধের জন্য ফাঁসির সাজা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু এই মহিলা বিরোধী তৃণমূল সরকার মহিলাদের কোনও ভালো করতে পারবে না ৷ কেন্দ্রের বিজেপি সরকার নারীদের জন্য যে প্রকল্প চালু করেছে, ইন্ডি জোটের রাজ্য সরকারগুলি তা হতে দেয় না ৷ বাংলায় উজ্জ্বলা কানেকশন 14 লক্ষ আবেদন পেন্ডিং পরে রয়েছে ৷ বেটি বাঁচাও, বেটি পড়াও এখানে লাগু হয়নি ৷ আবাস যোজনার 24 লক্ষ ঘর মা-মেয়েদের নামে হয়েছে ৷ মহিলাদের জন্য হেল্পলাইন খুলেছে কেন্দ্র তৃণমূল এ রাজ্য়ে তা হতে দেয়নি ৷ মহিলা সুরক্ষা, তাদের সুবিধা দেওয়া এটা মোদির গ্য়ারান্টি ৷ যেখানে যেখানে ইন্ডি জোটের সরকার আছে সেখানেই মহিলারা সুরক্ষিত নয় ৷ মা-বোনেরা ইন্ডি জোটকে হারাতে হবে ৷ কোনায় কোনায় পদ্ম ফোটাতে হবে ৷"

Last Updated : Mar 6, 2024, 2:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details