জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির জলপাইগুড়ি, 7 এপ্রিল: অন্য রাজ্যে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর প্রসঙ্গ তোলায় তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ এ বার তাঁর সেই মন্তব্যের পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷ রবিবার তিনি জলপাইগুড়ির সভা থেকে বলেন, "কাশ্মীর ওদের জন্য কিছু না ৷ তবে আমাদের কাছে কাশ্মীর ভারতের মাথা ৷ কাশ্মীর নিয়ে কথা বললেই কংগ্রেসের সমস্যা হচ্ছে ।"
ধূপগুড়ির সভা থেকে এ দিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "এটা বাংলার মাটি । এটা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি । কাশ্মীর আমাদের । এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি । শ্যামা প্রসাদ মুখার্জি না-হলে হত না । কংগ্রেস অনেক আগেই মাথা নত করত । আজ বিজেপির মজবুত সরকার । 370 ধারা সরিয়ে দিয়েছি । এতেই কংগ্রেস কাঁদছে ।"
উল্লেখ্য, গতকাল রাজস্থানের জয়পুরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার বিষয়ে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "অন্য রাজ্যে গিয়ে মোদি কাশ্মীরের কথা বলছেন । আরে ভাই, এখানকার লোকের সঙ্গে কাশ্মীরের কী সম্পর্ক ?"
খাড়গের এই কথারই জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কাশ্মীর ওদের জন্য কিছু নয় । 140 কোটি মানুষের জন্য আমাদের মাথা কাশ্মীর । আমাদের শরীরের মাথার জন্য বীর জওয়ান জীবন সমর্পণ করেছেন । কাশ্মীরের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কাজ করেছেন ৷ কাশ্মীরের জন্য প্রাণত্যাগ করেছেন । কাশ্মীরে শান্তি স্থাপিত করার জন্য অনেক মা তাঁর সন্তানকে হারিয়েছেন ।" খাড়গেকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের এই বয়ান থেকে তাদের চিন্তাভাবনা সামনে এসেছে ।
এ দিন ফের মোদির গ্যারান্টির প্রসঙ্গ তুলে বিরোধীদের ইন্ডিয়া জোটকে বিঁধেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "10 বছরে বিজেপি যা বলেছে, তা পুরণ করে দেখিয়েছে । আমাদের এটাই রিপোর্ট কার্ড । ইন্ডি জোট মোদির গ্যারান্টি দেখে ভয় পাচ্ছে । ইন্ডি জোটের কোনও সিদ্ধান্ত নেই, ওরা কী গ্যারান্টি দেবে ! একমাত্র মোদি গ্যারান্টি দেয়, আর ওরা গালি দেয় । 19 এপ্রিল নির্ভয়ে বুথে গিয়ে কমল ছাপে ভোট দিতে হবে । ভয় পাবেন না । পদ্ম ফুলে ভোট দেবেন ।"
ধুপগুড়িতে এ দিন দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন যে, "আপনারা ঘরে ঘরে যাবেন, আর মোদির প্রণাম জানাবেন ৷
আরও পড়ুন:
- 'বুথে বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে', জলপাইগুড়ির সভায় আহ্বান মোদির
- '19 তারিখে ভোট, ওরা 17 তারিখ ওরা অশান্তি ছড়াবে', পুরুলিয়া থেকে বিস্ফোরক মমতা
- 'বাংলায় কেন্দ্রীয় এজেন্সি এলেই আক্রমণ হয়', ধূপগুড়ি থেকে দাবি মোদির