কোচবিহার, 12 মার্চ: কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করতেই এই নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই এই ইস্যুতে মঙ্গলবার মমতার বিরুদ্ধে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের অবমাননা করছেন । আইন মানছেন না ।’’
এ দিন দুপুর 2টো নাগাদ কোচবিহার-1 ব্লকের নটুয়ারপাড় এলাকায় জনসংযোগয় যাত্রায় আসেন কোচবিহারের বর্তমান সাংসদ ও এবারের প্রার্থী । সেখানে স্থানীয় কালীমন্দিরে পুজো দেন । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করার কথা বলেন ।
এরপর সাংবাদিকরা তাঁর সামনে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরেন ৷ তাঁকে জানানো হয়, এ দিন উত্তর 24 পরগনার হাবড়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এ রাজ্যে সিএএ চালু হতে দেবেন না । এনআরসি করতে দেবেন না । কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না । বিজেপি মানুষকে ভাঁওতা দিচ্ছে । সাংবাদিকের কথা শুনে হঠাৎ করেই মেজাজ হারান কেন্দ্রীয় মন্ত্রী । তিনি বলেন, ‘‘এখানে সাংবাদিকতা যাঁরা করছেন, কিছু ভালো সাংবাদিকও আছেন, আবার কিছু এমন চ্যানেলের সাংবাদিকও রয়েছেন যাঁরা রাষ্ট্রবিরোধী । স্বাভাবিকভাবেই একেকজনের প্রশ্ন একেক রকম হবেই ।’’