মালদা, 26 এপ্রিল: 'ইন্ডিয়া' জোটের ভয়ঙ্কর উদ্দেশ্য দেশে লাগু হওয়া সিএএ আইন প্রত্যাহার করা ৷ জনকল্যাণের স্বার্থে তৈরি করা এই আইন, কংগ্রেস ও তৃণমূলের মতো দল ক্ষমতায় এলে সবার আগে তুলে দেবে ৷ আজ মালদা জেলার দুই লোকসভা আসনের প্রচারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে মোদির প্রধান লক্ষ্য ছিল মালদা জেলার বিশাল সংখ্যক সংখ্যালঘু ভোট ৷ তাই সিএএ আইন কী ও কেন, তার ব্যাখ্যাও দিতে শোনা গেল মোদিকে ৷
মালদা জেলার একটা বড় অংশ জুড়ে সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে ৷ বিশেষত, মালদা দক্ষিণ লোকসভায় ৷ সেই বিশাল সংখ্য়ক ভোটকেই এদিন টার্গেট করেন মোদি ৷ তাই এরাজ্যে সিএএ নিয়ে তৃণমূলের যে দাবি, তা পত্রপাঠ খারিজ করলেন মোদি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, "সিএএ নিয়ে তৃণমূল ও কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ অপপ্রচার চালাচ্ছে ৷ সিএএ আইন লাগু করা হয়েছে, নাগরিকত্ব দেওয়ার জন্য ৷ মানুষের থেকে নাগরিকত্ব কেড়ে নিতে নয় ৷"
মোদি তাঁর ব্যাখ্যায় বলেন, "কেন্দ্র সিএএ আইন লাগু করেছে ৷ কিন্তু, 'ইন্ডিয়া' জোট ক্ষমতায় এলে সেই আইন বাতিলের পরিকল্পনা করছে ৷ ভাগাভাগির মাধ্যমে তৈরি হওয়া দেশগুলিতে সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধদের উপর অত্যাচার চালানো হচ্ছে ৷ সেখানে মন্দির, গুরুদ্ধার ও মঠ ভেঙে দেওয়া হচ্ছে ৷ জোর করে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে ৷ এই মানুষগুলি কোথা যাবে ? তাঁদের নাগরিকত্ব দিতেই এই আইন ৷ কারও নাগরিকত্ব কেড়ে নিতে নয় ৷"