অরমাবতী, 4 জুন: পাঁচ বছর আগে ওয়াইএসআরসিপি-র নেতা তরুণ জগন মোহন রেড্ডির কাছে লজ্জার হারের মুখ দেখতে হয়েছিল টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নায়ডুকে ৷ মঙ্গলবারের সেই হারের লজ্জা থেকে কার্যত মুক্তি মিলল অন্ধ্রপ্রদেশের এই বর্ষীয়ান রাজনৈতিক নেতার ৷ এবার ওই রাজ্য়ের বিধানসভা নির্বাচনে বিজেপি ও জনসেনা পার্টিকে নিয়ে তৈরি তাঁর দলের জোট বিপুল জয় পেতে চলেছে ৷ অন্ধ্রের ক্ষমতায় বসার পথে আবার এগিয়ে চন্দ্রবাবু ৷
অন্ধ্র বিধানসভায় আসন সংখ্যা 175 ৷ এর মধ্যে টিডিপি এগিয়ে 130টি আসনে ৷ 2014 সালে মাত্র 23টি আসন পেয়েছিল চন্দ্রবাবুর দল ৷ শুধু বিধানসভাই নয়, লোকসভাতেও ওই রাজ্য়ে টিডিপি ভালো ফল করতে চলেছে ৷ 25টির মধ্যে 16টি আসনে তারা এগিয়ে রয়েছে ৷ জোটসঙ্গী বিজেপি তিনটিতে ও জনসেনা পার্টি এগিয়ে দু’টিতে ৷
অবিভক্ত অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার নারাভারিপল্লিতে 1950 সালের 20 এপ্রিল জন্ম হয়েছিল নারা চন্দ্রবাবু নায়ডুর ৷ তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি রাজনীতিতে যোগদান করেন ৷ তার পর প্রায় চারদশক তিনি রাজনীতিতে আছেন ৷ শুরুর দিকে তিনি কংগ্রেসে ছিলেন ৷ অন্ধ্রে কংগ্রেস সরকারের ক্যাবিনেট মন্ত্রীও হয়েছিলেন ৷ পরে তিনি তাঁর শ্বশুর এনটি রামা রাও-এর তৈরি রাজনৈতিক দল টিডিপি-তে যোগদান করেন ৷