আসানসোল, 24 জানুয়ারি: বারাবনি বিধানসভার পর এবার আসানসোল উত্তর ৷ খোদ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা আসানসোল উত্তরের রেলপাড়ের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বিজেপিতে যোগ দিল শতাধিক বাসিন্দা ৷ এতদিন এই এলাকা তৃণমূলের খাসতালুক বলেই চিহ্নিত ছিল ৷ স্বভাবতই লোকসভা ভোটে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ যদিও, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, কোনও প্রভাব পড়বে না এই যোগদানের কারণে ৷
আসানসোল রেলপাড়ের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা 2011 সাল থেকেই তৃণমূলের একচেটিয়া দখলে ৷ বিভিন্ন ভোটে রেলপার এলাকার বুথগুলিতে শুধুই তৃণমূলের ইভিএম ভারি হয় ৷ সেই অর্থে 2011 সাল থেকেই আসানসোল উত্তর মলয় ঘটকের নিশ্চিত জয়ের আসন ৷ পরিসংখ্যান বলছে আসানসোল রেলপাড়ের সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলি থেকেই মলয় ঘটকের জয়ের ব্যবধান বাড়ে প্রতিবার ৷ এবার সেই রেলপাড়েই প্রথম থাবা বসালো বিজেপি ৷ 2011 সালের পর থেকে রেলপাড়ের সংখ্যালঘু এলাকায় সেইভাবে বিজেপির সংগঠন দেখা যায়নি ৷ এলাকায় ভোট প্রচার থেকে মিটিং, মিছিলে তৃণমূলের একচেটিয়া দাপট ছিল বলে স্থানীয় সূত্রে খবর ৷ এবার সেখানেই ব্যতিক্রমী ছবি ৷
মঙ্গলবার বিকেলে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়ের নেতৃত্বে শতাধিক সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগ দিলেন ৷ লোকসভা ভোটের আগে যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এর আগে বারাবনিতেও তৃণমূলের সংখ্যালঘু শিবির থেকে বহু মানুষ এসেছে বিজেপিতে ৷ এবার আসানসোল রেলপাড় ৷ খোদ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের খাসতালুক ৷ তবে কি তৃণমূলের ভোট ব্যাঙ্কে এবার প্রভাব পড়বে ?