পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

পুলিশি নজর এড়িয়ে সন্দেশখালির অশান্ত এলাকায় ঘুরলেন মীনাক্ষী মুখোপাধ্যায় - মীনাক্ষী মুখোপাধ্যায়

Meenakshi Mukherjee in Sandeshkhali: যখন একের পর বিরোধী দলের নেতা-নেত্রীদের বাধার মুখে পড়তে হচ্ছে সন্দেশখালিতে পৌঁছানোর জন্য ৷ তখন 144 ধারা জারি থাকা সত্ত্বেও ঘুরপথে মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে গেলেন অশান্ত সন্দেশখালির বিভিন্ন গ্রামে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 6:09 PM IST

Updated : Feb 24, 2024, 6:40 PM IST

সন্দেশখালির অশান্ত এলাকায় ঘুরলেন মীনাক্ষী

সন্দেশখালি, 24 ফেব্রুয়ারি: সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ঘুরপথে সন্দেশখালি পৌঁছলেন ডিওয়াইএফআইয়ের রাজ‍্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ পুলিশের চোখ এড়িয়ে তিনি তাঁর দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে শনিবার পৌঁছে যান সন্দেশখালিতে ৷ যদিও, পরবর্তী সময়ে পুলিশ মীনাক্ষীদের গতিবিধি জানতে পারে ৷ তবে, এখনও পর্যন্ত তাঁকে অথবা মীনাক্ষীর সঙ্গে থাকা সিপিআইএমের কোনও নেতৃত্বকে পুলিশি বাধার মুখে পড়তে হয়নি বলেই খবর ৷

প্রথমে টোটোয় করে, পরে পায়ে হেঁটে সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন সিপিআইএমের যুব সংগঠনের এই নেত্রী ৷ মীনাক্ষীর সঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই রাজ‍্য সভাপতি ধ্রুব সাহা এবং সিপিআইএম রাজ‍্য কমিটির সদস্য পলাশ দাস ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ শেখ​ শাহজাহান ও তাঁর লোকজনদের বিরুদ্ধে অত‍্যাচারের অভিযোগ বাম প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন গ্রামবাসীরা ৷ তবে, ঠিক কী কথা হয়েছে ? কী কী অভিযোগ তাঁরা করেছেন ? তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনেও গোপনীয়তা বজায় রেখেছেন সিপিআইএমের এই যুবনেত্রী ৷

ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর জমি দখল, নারী নির্যাতন-সহ নানান অভিযোগে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি 2 নম্বর ব্লক ৷ শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে ক্ষুদ্ধ গ্রামবাসীরা ৷ জমি দখল করে জোরজবরদস্তি ভেড়ি বানানো-সহ একাধিক অভিযোগের ক্ষোভ-বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি সুন্দরবনের সন্দেশখালি ৷ সেই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে 144 ধারা জারি করা হয়েছে ৷ অন‍্যদিকে, গ্রামবাসীদের আস্থা অর্জনে পুলিশও রুটমার্চ শুরু করেছে ৷

এমনকী শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ জানানোর জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ৷ সূত্রের খবর, বেড়মজুর 1 নম্বর পঞ্চায়েতের কাটপোল বাজারে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে পুলিশের তরফে ৷ সেই সব কিছুর মধ্যেই এবার গোপনে পুলিশি নজর এড়িয়ে সন্দেশখালির একের পর এক অশান্ত গ্রামে পৌঁছে গেলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

প্রসঙ্গত, অগ্নিগর্ভ সন্দেশখালিতে আগেও ঢোকার চেষ্টা করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ কিন্তু, সেবার সন্দেশখালি ঘাটেই তাঁকে আটকে দেওয়া হয়েছিল পুলিশের তরফে ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসাও হয় মীনাক্ষীদের ৷ শেষমেশ পুলিশি বাধা অতিক্রম করে আর সন্দেশখালি যাওয়া হয়নি সেই সময় ৷ দিন তিনেক আগে এই সন্দেশখালিতে যেতে গিয়ে ধামাখালিতে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় সিপিআইএমের আরেক নেত্রী বৃন্দা কারাতকে ৷ প্রথমে তাঁকে আটকে দেওয়া হলেও, পরে সন্দেশখালি যেতে অনুমতি দেয় পুলিশ প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. উত্তপ্ত সন্দেশখালি, গ্রাউন্ড জিরো থেকে প্রতিবেদন ইটিভির প্রতিনিধির, দেখুন সরাসরি..
  2. নিরাপত্তার দূর্গে সন্দেশখালি, মন্ত্রীদের প্রবেশেও কড়াকড়ি
  3. নন্দীগ্রামের সঙ্গে তুলনা টেনে সন্দেশখালিকে 'বশ্যতা বিরোধী সংগ্রাম' বলে উল্লেখ শুভেন্দুর
Last Updated : Feb 24, 2024, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details