কলকাতা, 1 মার্চ: রাজনৈতিক সভায় কড়া আক্রমণের পর রাজভবনে শুধুই সৌজন্য সাক্ষাতে মোদি-মমতা ৷ শুক্রবার সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ প্রায় ঘণ্টা খানেক পর রাজভবন থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে কেবলই 'সৌজন্য সাক্ষাৎ' বললেন মমতা।
এদিন সকাল থেকেই জল্পনা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর সেই বৈঠককে ঘিরে জল্পনার পারদ চড়েছিল রাজনৈতিক মহলে ৷ বিশেষ করে আরামবাগের জনসভায় মোদির 'গরম' ভাষণের পর রাজভবনে গিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ রাজনৈতিক মহলের জল্পনা ছিল, 100 দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার শিকার রাজ্য ৷ আর মোদি সাক্ষাতে সে প্রসঙ্গ যে তুলবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় তা একরকম নিশ্চিত ছিল ৷ কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠকের পর অবশ্য বেরিয়ে তেমন কিছুই বললেন না ৷ এমনকী রাজ্যের বঞ্চনা নিয়েও স্পিকটি নট মমতা ৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখনও লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি ৷ তাই প্রটোকল অনুযায়ী দেখা করতে এসেছিলাম ৷ রাজনীতির কথা রাজনৈতিক কর্মসূচিতেই বলব। রাজ্যের কথা বললাম, আর গল্প করলাম ৷ আমার সঙ্গে রাজনীতি নিয়ে কথা কম হয়, গল্প বেশি হয় ৷" রাজভবন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এমন কথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এদিন থেকেই লোকসভার প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।