পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

স্রেফ গল্প হয়েছে, মোদি সাক্ষাতের পর জানালেন মমতা

Mamata Banerjee spoke after meeting PM Modi: সকাল থেকেই জল্পনা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর সেই বৈঠককে ঘিরে জল্পনার পারদ চড়েছিল রাজনৈতিক মহলে ৷ তবে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্য়ায় জানালেন, স্রেফ গল্প হয়েছে সঙ্গে প্রধানমন্ত্রীর ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 7:43 PM IST

Updated : Mar 1, 2024, 8:08 PM IST

কলকাতা, 1 মার্চ: রাজনৈতিক সভায় কড়া আক্রমণের পর রাজভবনে শুধুই সৌজন্য সাক্ষাতে মোদি-মমতা ৷ শুক্রবার সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ প্রায় ঘণ্টা খানেক পর রাজভবন থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে কেবলই 'সৌজন্য সাক্ষাৎ' বললেন মমতা।

এদিন সকাল থেকেই জল্পনা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর সেই বৈঠককে ঘিরে জল্পনার পারদ চড়েছিল রাজনৈতিক মহলে ৷ বিশেষ করে আরামবাগের জনসভায় মোদির 'গরম' ভাষণের পর রাজভবনে গিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ রাজনৈতিক মহলের জল্পনা ছিল, 100 দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার শিকার রাজ্য ৷ আর মোদি সাক্ষাতে সে প্রসঙ্গ যে তুলবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় তা একরকম নিশ্চিত ছিল ৷ কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠকের পর অবশ্য বেরিয়ে তেমন কিছুই বললেন না ৷ এমনকী রাজ্যের বঞ্চনা নিয়েও স্পিকটি নট মমতা ৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখনও লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি ৷ তাই প্রটোকল অনুযায়ী দেখা করতে এসেছিলাম ৷ রাজনীতির কথা রাজনৈতিক কর্মসূচিতেই বলব। রাজ্যের কথা বললাম, আর গল্প করলাম ৷ আমার সঙ্গে রাজনীতি নিয়ে কথা কম হয়, গল্প বেশি হয় ৷" রাজভবন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এমন কথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এদিন থেকেই লোকসভার প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রথম রাজনৈতিক মিটিংয়ে আরামবাগের সন্দেশখালি থেকে দুর্নীতি খোলাখুলি তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এরপরেও সান্ধ্য সাক্ষাতে শুধুই সৌজন্যের কথা শোনালেন মমতা। একই সঙ্গে তিনি জানালেন রাজ্যের বকেয়া নিয়ে কথা হয়েছে। তার থেকে অনেক বেশি আড্ডা হয়েছে। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর এদিনের রাজনৈতিক ভাষণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, "যা বলার রাজনৈতিক মঞ্চে বলব ৷ এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ৷ যা বলবে দল বলবে ৷"

আরও পড়ুন

'লুটেরাদের ছাড়া হবে না', পার্থর উদাহরণ টেনে তৃণমূলকে দুর্নীতির খোঁচা মোদির

প্রথমবার কলকাতায় রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বন্ধ থাকবে কোন রাস্তা ?

Last Updated : Mar 1, 2024, 8:08 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details