পুরুলিয়া, 27 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘‘বাংলা ভিখারি নয় ৷ বাংলা হকের টাকা চায় ৷ বাংলা ভিক্ষের টাকা চায় না ৷’’
মঙ্গলবার পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি ময়দানে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হন ৷ ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন ৷ একশো দিনের কাজের বঞ্চনা নিয়ে অভিযোগ তোলেন ৷ আবাস যোজনার টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে আবার অভিযোগ তোলেন ৷
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের অভিযোগ নতুন নয় ৷ গত বছরের গোড়া থেকে তারা এই অভিযোগ তুলছে ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা দিয়েছেন ৷ আন্দোলন হয়েছে দিল্লিতে গিয়ে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী ৷ তার পর একশো দিনের বকেয়া টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে ঘোষণা করা হয় ৷ এর পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন যে আগামী 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে, সেই টাকাও রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেন ৷
সেই সময়ই তিনি কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন যে বাংলা ভিক্ষার টাকা চায় না ৷ বাংলা তার হকের টাকা চায় ৷ অর্থাৎ মমতা বোঝাতে চাইলেন যে কেন্দ্র যে টাকা আটকে রেখেছে, তা বাংলার হকের টাকা ৷ পাশাপাশি তিনি জানান, বিজেপির উচিত এই নিয়ে ভোটের প্রচারের সময় জবাব দেওয়া ৷ কেন একশো দিনের টাকা দেওয়া হল না, সেই জবাবই দেওয়া উচিত বিজেপির ৷