বালুরঘাট, 18 এপ্রিল: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে বলে এবারের লোকসভা নির্বাচনের ইস্তাহারে জানিয়েছে বিজেপি ৷ এই নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রের শাসক দলের সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন বালুরঘাটে নির্বাচনী সভার মঞ্চ থেকে কার্যত সাধারণ মানুষকে সতর্কও করতে দেখা গেল তাঁকে ৷
আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হবে বালুরঘাট লোকসভা আসনে ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র৷ প্রচার প্রায় শেষলগ্নে এসে পৌঁছেছে ৷ আর শেষ পর্যায়ের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝড় তুললেন ৷
নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, ‘‘ইউনিফর্ম সিভিল কোড চান ? জানেন ইউনিফর্ম সিভিল কোড কী ? আপনার ধর্ম নিষিদ্ধ, আপনার আচার নিষিদ্ধ, আপনার আচরণ নিষিদ্ধ ৷... মানুষের কোনও অস্তিত্ব থাকবে না ৷ তফসিলিদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের, সাধারণ মানুষের কোনও অস্তিত্ব থাকবে না ৷ একটা দল, একটা নেতা ৷ দেশে আর গণতন্ত্র থাকবে না ৷’’
শুধু ইউসিসি-ই নয়, বিজেপির বিরুদ্ধে দেশে একনায়কতন্ত্র তৈরি করার অভিযোগ তোলেন মমতা ৷ বলেন, ‘‘এই নির্বাচনই জেনে রাখবেন, মোদি যদি জেতে শেষ নির্বাচন ৷ আর মানুষকে ভোট দিতে দেবে না ৷ সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেয় ৷ এনআরসি করে তাড়াবে ৷ জেলগুলোকে ভর্তি করে দেবে ৷’’