ঝাড়গ্রাম, 29 ফেব্রুয়ারি: ইডির আধিকারিকদের উপর হামলা করানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ৷ সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রতিক্রিয়া দেন, সেই দিকেই তাকিয়েছিল রাজ্যবাসী ৷ বৃহস্পতিবার ঝাড়গ্রামে প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি কিছু বলবেন, এমনটাই মনে করা হয়েছিল ৷ কিন্তু সেই সভা থেকে একবারও এই প্রসঙ্গ তোলেননি মুখ্যমন্ত্রী ৷
উল্লেখ্য, গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি ৷ সেখানে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ৷ অভিযোগ ওঠে, আক্রমণকারীরা সকলেই ছিলেন শেখ শাহাজাহানের অনুগামী ৷ তাঁর নির্দেশেই আক্রমণ করা হয় ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে ৷
সেই ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান ৷ তার পর কেটে গিয়েছে 56 দিন ৷ এই সময়ের মধ্যে নিজের সুরক্ষার জন্য বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন শাহজাহান ৷ অন্যদিকে উত্তাল হয়েছে সন্দেশখালি ৷ স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ৷ জোর করে জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগ ওঠে শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ সেই তালিকায় নাম থাকা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা এবং উত্তম সরদার নামে দুই তৃণমূল নেতাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ৷
ফলে বারবার প্রশ্ন উঠেছে, কবে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে ৷ এই পর্বে সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেগেছিলেন বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে ৷ সেখানে ধর্মীয় ভেদাভেদের জন্য হিংসার পরিস্থিতি বিজেপি ও আরএসএস তৈরি করছে বলে অভিযোগ করেছিলেন ৷