পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

শাহজাহানের গ্রেফতারি নিয়ে ঝাড়গ্রামের সভায় 'চুপ' মমতা

Mamata Banerjee: বৃহস্পতিবার ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সভা থেকে তিনি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ৷ কিন্তু এ দিন গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান সম্বন্ধে কোনও কথাই বলেননি মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat
ETV Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 1:34 PM IST

Updated : Feb 29, 2024, 2:55 PM IST

ঝাড়গ্রাম, 29 ফেব্রুয়ারি: ইডির আধিকারিকদের উপর হামলা করানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ৷ সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রতিক্রিয়া দেন, সেই দিকেই তাকিয়েছিল রাজ্যবাসী ৷ বৃহস্পতিবার ঝাড়গ্রামে প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি কিছু বলবেন, এমনটাই মনে করা হয়েছিল ৷ কিন্তু সেই সভা থেকে একবারও এই প্রসঙ্গ তোলেননি মুখ্যমন্ত্রী ৷

উল্লেখ্য, গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি ৷ সেখানে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ৷ অভিযোগ ওঠে, আক্রমণকারীরা সকলেই ছিলেন শেখ শাহাজাহানের অনুগামী ৷ তাঁর নির্দেশেই আক্রমণ করা হয় ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে ৷

সেই ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান ৷ তার পর কেটে গিয়েছে 56 দিন ৷ এই সময়ের মধ্যে নিজের সুরক্ষার জন্য বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন শাহজাহান ৷ অন্যদিকে উত্তাল হয়েছে সন্দেশখালি ৷ স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ৷ জোর করে জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগ ওঠে শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ সেই তালিকায় নাম থাকা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা এবং উত্তম সরদার নামে দুই তৃণমূল নেতাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ ৷

ফলে বারবার প্রশ্ন উঠেছে, কবে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে ৷ এই পর্বে সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেগেছিলেন বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে ৷ সেখানে ধর্মীয় ভেদাভেদের জন্য হিংসার পরিস্থিতি বিজেপি ও আরএসএস তৈরি করছে বলে অভিযোগ করেছিলেন ৷

সেদিনই বিধানসভা থেকে শেখ শাহজাহানের প্রসঙ্গও তুলেছিলেন মমতা ৷ জানিয়েছিলেন, শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি সন্দেশখালিতে গিয়েছিল ৷ তার পর সবাইকে সেখান থেকে বের করে দিয়ে গোলামাল তৈরি করা হয়েছে ৷ এর পর এই নিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি এই নিয়ে কিছু বলতে দেখা যায়নি ৷

বুধবার বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে জানিয়েছিলেন যে তিনি জ্ঞানত কোনও অন্যায়কে সমর্থন করেন না ৷ ভুল ধরা পড়লে তা শোধরানোর জন্য সবরকম পদক্ষেপ করেন ? তাঁর সেই বক্তব্যের 24 ঘণ্টা কাটার আগেই বৃহস্পতিবার সকালে জানা যায় যে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ইডির উপর হামলার মূলচক্রী হিসেবেই শাহজাহানকে গ্রেফতার করে উত্তর 24 পরগনার ন্যাজাট থানার পুলিশ ৷ এ দিন এই তৃণমূল নেতাকে বসিরহাট আদালতে পেশ করা হয় ৷ আদালত ওই অভিযুক্ত নেতাকে পুলিশি হেফাজতে পাঠায় ৷ তার পর ওই নেতাকে পুলিশ নিয়ে চলে যায় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে ৷

এই পরিস্থিতিতে অনেকের ধারণা ছিল যে শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে হয়তো মুখ খুলবেন মুখ্যমন্ত্রী ৷ তাই ঝাড়গ্রামের সভায় তিনি কী বলেন, সেই দিকেই চোখ ছিল সকলের ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ একশো দিনের কাজ, গ্যাসের দাম আবাস যোজনা নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ আদিবাসীদের এগিয়ে যাওয়ার বার্তা দেন ৷ কিন্তু শাহজাহান প্রসঙ্গে একটিও কথা তিনি বলেননি ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানের প্রতি আমাদের কোনও সভানুভূতি নেই, বললেন প্রধান বিচারপতি
  2. 'বাঘ'বন্দি হতেই উৎসব শুরু, শাহজাহানের গ্রেফতারিতে দেদার মিষ্টিমুখ সন্দেশখালিতে
  3. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
Last Updated : Feb 29, 2024, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details