পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মোদির ভোট-ব্যাঙ্ক তোপের পালটা মমতার 'হিন্দু ধর্মকে ব্যাখ্যা'র চ্যালেঞ্জ - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: নরেন্দ্র মোদিকে হিন্দু ধর্মের ব্যাখ্যা করার চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বারেবার তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িক তোষণের রাজনীতি করার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ৷ এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে পালটা মোদিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর ৷

ETV BHARAT
চাকদা জনসভায় নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের (নিজস্ব চিত্র-ফাইল)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 9:02 PM IST

চাকদা, 4 মে: গতকাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বাংলায় সাম্প্রদায়িকতার নামে বিভাজনের অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদি ৷ এরপর শনিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তার পালটা জবাব দিলেন মমতা ৷ ময়দানে নেমে মোদিকে হিন্দুত্বের ব্যাখ্যা দেওয়ার চ্যালেঞ্জ করলেন তিনি ৷ তাও, টেলিপ্রম্পটার ছাড়া ৷ মমতার কথায়, "মোদি এটা করতে পারলে আমি হার স্বীকার করব ৷"

রানাঘাট লোকসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর হিন্দু ভোট ৷ এটাই বিজেপির বড় হাতিয়ার ৷ এবার সেই ভোটকে টার্গেট করলেন মমতা ৷ রাজ্যে প্রচারে এলেই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গেই এবার পালটা নরেন্দ্র মোদির কাছে হিন্দুত্বের ব্যাখ্যা চাইলেন মমতা ৷ রানাঘাটের সভা থেকে তাঁর প্রশ্ন, বাঙালির থেকে ভালো হিন্দুত্বের ব্যাখ্যা কেউ দিতে পারবে কি ?

মমতা বলেন, "উনি ভোটের সময় আসবেন। আর হিন্দুত্ব নিয়ে ভাষণ দেবেন ৷ বলবেন, বাংলায় হিন্দুদের কোণঠাসা করে রাখা হয়েছে ৷ মোদিবাবু আপনার কাছে বাঙালি ধর্ম শিখবে না ৷ উনি আমাদের রামকৃষ্ণ শেখাচ্ছেন, স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন ! দু’দিকে দু’টো স্ট্যান্ড না রেখে বক্তব্য রাখবেন ৷ আপনি বলবেন, আমিও বলব ৷ আপনার থেকে ভালো হিন্দু ধর্মকে ব্যাখ্যা করব ৷"

এ প্রসঙ্গে প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের নাম উঠে আসে মমতার মুখে ৷ মমতা বলেন, "ওরা বলে বাংলায় নাকি দুর্গা পুজো করতে দেয় না মমতা ৷ সুব্রতদা আমাদের মধ্যে নেই ৷ উনি থাকলে বলতেন, মাড়িটা খুলে যাক, এত মিথ্যে বলে লোকটা ৷" উল্লেখ্য, বাংলার ভোটপ্রচারে বিজেপি সিএএ লাগু ও বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব ৷ বাংলায় সংখ্যালঘু ভোট রাজনীতির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ বিরোধী শিবির থেকে বারেবারে উঠেছে ৷ মোদির সাম্প্রতিক প্রচারে তা আরও প্রকোট হয়ে উঠেছে ৷ এই পরিস্থিতিতে পালটা মোদিকে তাঁর চেনা অস্ত্রেই বিদ্ধ করতে উদ্যোত হয়েছেন মমতা ৷

আরও পড়ুন:

  1. 'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার
  2. সিএএ আবেদনে নেই নাগরিকত্বের নিশ্চয়তা, মোদির বিরুদ্ধে মতুয়াদের সঙ্গে মিথ্যাচারের অভিযোগ মমতার
  3. '19 লক্ষ ইভিএমের কোনও হদিশ নেই', কারচুপির অভিযোগে সরব মমতা

ABOUT THE AUTHOR

...view details