চাকদা, 4 মে: গতকাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বাংলায় সাম্প্রদায়িকতার নামে বিভাজনের অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদি ৷ এরপর শনিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তার পালটা জবাব দিলেন মমতা ৷ ময়দানে নেমে মোদিকে হিন্দুত্বের ব্যাখ্যা দেওয়ার চ্যালেঞ্জ করলেন তিনি ৷ তাও, টেলিপ্রম্পটার ছাড়া ৷ মমতার কথায়, "মোদি এটা করতে পারলে আমি হার স্বীকার করব ৷"
রানাঘাট লোকসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর হিন্দু ভোট ৷ এটাই বিজেপির বড় হাতিয়ার ৷ এবার সেই ভোটকে টার্গেট করলেন মমতা ৷ রাজ্যে প্রচারে এলেই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গেই এবার পালটা নরেন্দ্র মোদির কাছে হিন্দুত্বের ব্যাখ্যা চাইলেন মমতা ৷ রানাঘাটের সভা থেকে তাঁর প্রশ্ন, বাঙালির থেকে ভালো হিন্দুত্বের ব্যাখ্যা কেউ দিতে পারবে কি ?
মমতা বলেন, "উনি ভোটের সময় আসবেন। আর হিন্দুত্ব নিয়ে ভাষণ দেবেন ৷ বলবেন, বাংলায় হিন্দুদের কোণঠাসা করে রাখা হয়েছে ৷ মোদিবাবু আপনার কাছে বাঙালি ধর্ম শিখবে না ৷ উনি আমাদের রামকৃষ্ণ শেখাচ্ছেন, স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন ! দু’দিকে দু’টো স্ট্যান্ড না রেখে বক্তব্য রাখবেন ৷ আপনি বলবেন, আমিও বলব ৷ আপনার থেকে ভালো হিন্দু ধর্মকে ব্যাখ্যা করব ৷"
এ প্রসঙ্গে প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের নাম উঠে আসে মমতার মুখে ৷ মমতা বলেন, "ওরা বলে বাংলায় নাকি দুর্গা পুজো করতে দেয় না মমতা ৷ সুব্রতদা আমাদের মধ্যে নেই ৷ উনি থাকলে বলতেন, মাড়িটা খুলে যাক, এত মিথ্যে বলে লোকটা ৷" উল্লেখ্য, বাংলার ভোটপ্রচারে বিজেপি সিএএ লাগু ও বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব ৷ বাংলায় সংখ্যালঘু ভোট রাজনীতির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ বিরোধী শিবির থেকে বারেবারে উঠেছে ৷ মোদির সাম্প্রতিক প্রচারে তা আরও প্রকোট হয়ে উঠেছে ৷ এই পরিস্থিতিতে পালটা মোদিকে তাঁর চেনা অস্ত্রেই বিদ্ধ করতে উদ্যোত হয়েছেন মমতা ৷
আরও পড়ুন:
- 'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার
- সিএএ আবেদনে নেই নাগরিকত্বের নিশ্চয়তা, মোদির বিরুদ্ধে মতুয়াদের সঙ্গে মিথ্যাচারের অভিযোগ মমতার
- '19 লক্ষ ইভিএমের কোনও হদিশ নেই', কারচুপির অভিযোগে সরব মমতা