চাকদা, 4 মে: সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিল ৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে ৷ রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রচারে এসে সন্দেশখালি নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়োকে হাতিয়ার করে, পুরো ঘটনাকে 'বিজেপির তৈরি করা নাটক' বলে অভিহিত করলেন তিনি ৷ এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগেের সূত্র ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন মমতা ৷
চাকদার জনসভা থেকে মমতা বলেন, "সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন ৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে ৷ বিজেপির তৈরি করা নাটক, আমি অনেকদিন ধরেই বলছিলাম ৷" উল্লেখ্য, এদিন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ যেখানে সন্দেশখালি দুই ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর কথায় ধর্ষণের একাধিক ভুয়ো মামলা ও অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছিল ৷ আর পুরোটাই হয়েছিল, বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপির দাপট তৈরি করতে ৷ (ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷)
সেই ভিডিয়োকেই এবার হাতিয়ার করলেন মমতা ৷ তবে, শুধু বিজেপি নয় ৷ এই প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অস্থায়ী মহিলা কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগের ইস্যুটি টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ যে সূত্র ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি ৷ মমতা বলেন, "মোদিবাবু খালিসন্দেশখালি নিয়ে 'সন্দেশ' দেন ৷ আপনার রাজ্যপাল রাজভবনে একজন মহিলার শ্লীলতাহানি করেছেন ৷ একরাত তো কাটিয়ে চলে গেলেন, আপনার রাজ্যপালকে কী ভাষণ দিলেন ? ওঁকে নিয়ে কিছু ভাষণ দিতে পারলেন না ?"
উল্লেখ্য, গতকাল বর্ধমান, কৃষ্ণনগর ও বীরভূম তিন জনসভা থেকে সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছিলেন মোদি ৷ এর আগে বৃহস্পতিবার রাতে রাজভবনেই ছিলেন মোদি। তাঁর সফর শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। তা নিয়ে অবশ্য প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ পরদিন রাজ্যের তিনটি সভা থেকেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। আজ চাকদার জনসভা থেকে সন্দেশখালির স্টিং অপারেশনের ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে, বিজেপি ও মোদিকে নিশানা করলেন মমতা ৷
সভা শুরুর আগে মমতা এদিন সোশাল মিডিয়াতেও সন্দেশখালির সেই ভাইরাল ভিডিয়োর পোস্ট শেয়ার করেছেন ৷ সেখানে তিনি বিজেপিকে নোংরা ও ঘৃণ্য রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন ৷ মমতা লেখেন, "সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য দল। বাংলার প্রগতিশীল ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা আমাদের রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করে ৷"
ভারতীয় রাজনীতির অতীতের ঐতিহ্যকে টেনে মমতা বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ তিনি বলেন, "ভারতের ইতিহাসে এর আগে কখনও দিল্লির কোনও শাসক দল, স্রেফ প্রতিহিংসার বশে একটি গোটা রাজ্য এবং সেই রাজ্যের জনগণকে অপমান করার এরকম চেষ্টা করেনি ৷ ইতিহাস সাক্ষী থাকবে, কীভাবে দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠবে এবং তাদের বিসর্জন নিশ্চিত করবে।"
আরও পড়ুন:
- সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা
- রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের সঠিক তদন্ত চায় বামেরা
- রাজভবনের ওসির থেকে সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার