মেদিনীপুর, 5 মার্চ: পশ্চিম মেদিনীপুরের সভা থেকে একযোগে বিজেপি ও সিপিএমকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার শালবনি, লালগড়, কেশপুর, নেতাইয়ের প্রসঙ্গ তুলে ধরে তুলোধোনা করেন বামেদের ৷ একইসঙ্গে, বাংলাকে বঞ্চিত করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন তিনি ৷ এ দিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ৷ দিল্লির কাছে ভিক্ষে না চেয়ে রাজ্য সরকারই মানুষের জন্য বাড়ি ও অন্যান্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবে বলে 'গ্যারান্টি' দিয়েছেন মমতা ৷ তাঁর কথায়, "আমি রাজ্যের দিদি, বিশ্বের দিদি ৷ আমি ইউনিভার্সাল দিদি ৷"
আজ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্য়াস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রশাসনিক সভা থেকেই তিনি ফের টেনে আনেন 'রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা'র অভিযোগ ৷ গতকালের মতো আজও মুখ্যমন্ত্রী দাবি করেন যে, রাজ্যে এসে আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে মিথ্যে তথ্য দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এ দিন মমতা বলেন, "সেদিন এসে মিথ্যে কথা বলে গিয়েছেন ৷ তিনি বলেছেন, কেন্দ্র রাজ্যকে 47 হাজার কোটি টাকা দিয়েছে ৷ আর আমরা সব খেয়ে নিয়েছি ৷ আসল তথ্য হল, 2014-15 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র বাংলাকে 29 হাজার 834 কোটি টাকা দিয়েছে ৷ আর রাজ্য দিয়েছে বিশ হাজার কোটি টাকা ৷ আর জমিটাও রাজ্যের ৷ কাজেই বেশিরভাগই আমাদের দিতে হয় ৷ আমরা 43 লক্ষ বাড়ি করে দিয়েছি ৷"
টাকার জন্য বাংলা আর কেন্দ্রের কাছে ভিক্ষে করবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "আমরা মে মাস পর্যন্ত অপেক্ষা করব ৷ তারপরও যদি টাকা না দেয়, তাহলে আর অপেক্ষা করব না ৷ 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব ৷ ধাপে ধাপে সব করে দেব ৷ দিল্লির কাছে আর ভিক্ষে করব না ৷"
প্রধানমন্ত্রীকে বারবার বলতে শোনা যায় মোদির গ্যারান্টির কথা ৷ আজ তা নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ৷ লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "লক্ষ্মীর ভান্ডার এখন মডেল হয়ে গিয়েছে ৷ দিল্লিও সেই পথ অনুসরণ করছে ৷ কিন্তু বাংলা অনেক বড় রাজ্য ৷ বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয় ৷ এটা ভবিষ্যতের গ্যারান্টি ৷ বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়, দিল্লির সরকার গ্যারান্টি দিলে সেটা কাজে লাগে না ৷ নির্বাচনের আগে গ্যাস বেলুন ৷"