পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'আমি বিশ্বের দিদি, ইউনিভার্সাল দিদি'; বাম-বিজেপিকে বিঁধে উন্নয়নের গ্যারান্টি মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee in West Midnapore: পশ্চিম মেদিনীপুরের সভা থেকে বাম ও বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী দিনে দিল্লির অপেক্ষায় না থেকে রাজ্যই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে গ্যারান্টি দিয়েছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 1:23 PM IST

Updated : Mar 5, 2024, 1:56 PM IST

মেদিনীপুর, 5 মার্চ: পশ্চিম মেদিনীপুরের সভা থেকে একযোগে বিজেপি ও সিপিএমকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার শালবনি, লালগড়, কেশপুর, নেতাইয়ের প্রসঙ্গ তুলে ধরে তুলোধোনা করেন বামেদের ৷ একইসঙ্গে, বাংলাকে বঞ্চিত করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন তিনি ৷ এ দিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ৷ দিল্লির কাছে ভিক্ষে না চেয়ে রাজ্য সরকারই মানুষের জন্য বাড়ি ও অন্যান্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবে বলে 'গ্যারান্টি' দিয়েছেন মমতা ৷ তাঁর কথায়, "আমি রাজ্যের দিদি, বিশ্বের দিদি ৷ আমি ইউনিভার্সাল দিদি ৷"

আজ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্য়াস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রশাসনিক সভা থেকেই তিনি ফের টেনে আনেন 'রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা'র অভিযোগ ৷ গতকালের মতো আজও মুখ্যমন্ত্রী দাবি করেন যে, রাজ্যে এসে আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে মিথ্যে তথ্য দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এ দিন মমতা বলেন, "সেদিন এসে মিথ্যে কথা বলে গিয়েছেন ৷ তিনি বলেছেন, কেন্দ্র রাজ্যকে 47 হাজার কোটি টাকা দিয়েছে ৷ আর আমরা সব খেয়ে নিয়েছি ৷ আসল তথ্য হল, 2014-15 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র বাংলাকে 29 হাজার 834 কোটি টাকা দিয়েছে ৷ আর রাজ্য দিয়েছে বিশ হাজার কোটি টাকা ৷ আর জমিটাও রাজ্যের ৷ কাজেই বেশিরভাগই আমাদের দিতে হয় ৷ আমরা 43 লক্ষ বাড়ি করে দিয়েছি ৷"

টাকার জন্য বাংলা আর কেন্দ্রের কাছে ভিক্ষে করবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "আমরা মে মাস পর্যন্ত অপেক্ষা করব ৷ তারপরও যদি টাকা না দেয়, তাহলে আর অপেক্ষা করব না ৷ 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব ৷ ধাপে ধাপে সব করে দেব ৷ দিল্লির কাছে আর ভিক্ষে করব না ৷"

প্রধানমন্ত্রীকে বারবার বলতে শোনা যায় মোদির গ্যারান্টির কথা ৷ আজ তা নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ৷ লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "লক্ষ্মীর ভান্ডার এখন মডেল হয়ে গিয়েছে ৷ দিল্লিও সেই পথ অনুসরণ করছে ৷ কিন্তু বাংলা অনেক বড় রাজ্য ৷ বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয় ৷ এটা ভবিষ্যতের গ্যারান্টি ৷ বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়, দিল্লির সরকার গ্যারান্টি দিলে সেটা কাজে লাগে না ৷ নির্বাচনের আগে গ্যাস বেলুন ৷"

আগের অশান্ত জঙ্গলমহলের কথা তুলে এ দিন বামেদেরও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "একদিন জঙ্গলমহলে মানুষ বেরতে ভয় পেত ৷ শালবনী, লালগড়, কেশপুর, নেতাইয়ে মানুষ ভয় পেত ৷ যখন রেলমন্ত্রী ছিলাম, তখন একবার জলপাইগুড়িতে গিয়েছিলাম ৷ শুনলাম কেশপুরে 7 জনকে সিপিএম খুন করেছে ৷ সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই ৷ হলদিয়ায় মিটিং করতে দেখেছি, মাইক আনতে দেয়নি ৷ গড়বেতায় একটা গ্রামে গিয়েছিলাম ৷ এক বিধবা মা বলেন, আমার দুটো ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হার্মাদ ৷ চমকাইতলায় মিটিং করে ফেরার সময় অজিত পাঁজাকে ঘিরে ধরেছে ৷ কেশপুরে মিটিং থেকে ফিরে শুনলাম মারধর করছে ৷ লালগড়ে চার ঘণ্টা জঙ্গলে আমার গাড়ি আটকে রেখে দিয়েছে ৷ নেতাইতে খুন করা হয়েছে ৷"

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, কপালেশ্বর কেলেঘাই প্রকল্পে 700 কোটি টাকারও বেশি খরচ করেছে রাজ্য ৷ আর আগামী দিনে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্যও রাজ্য আর দিল্লির অপেক্ষায় থাকবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা ৷ তিনি বলেন, "ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেব আমাকে অনেকবার বলেছে ৷ ওখানে 250 কোটি টাকা খরচ করে কিছু কাজ করেছি ৷ আগামী 2-3 বছরের মধ্যে আমরাই বাকিটা করব ৷ যখন কিছুই ওরা করে না, তখন ওদের আর করার দরকার নেই ৷ এর ফলে মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে ৷"

এ দিন ব্রিগেডের জনগর্জন সভায় যোগ দেওয়ার জন্যও মানুষের কাছে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "কেন বাংলা বঞ্চিত হচ্ছে ? কেন বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না ? একেক জনের জন্য একেক নিয়ম কেন ? আগামী দিনের লড়াই বাংলাই লড়বে ৷ চলুন সবাই ব্রিগেডের জনগর্জন সভায় ৷"

এ দিন সভার শেষে ইন্দ্রনীল সেন উপস্থিত সবাইকে বলেন, "তোমরা সবাই দিদি নাম্বার ওয়ান দেখেছো ?" তখনই মুখ্যমন্ত্রী বলেন, "আমি ছোট-বড় সবার দিদি ৷ আমি রাজ্যের দিদি ৷ দেশের দিদি ৷ আমি বিশ্বের দিদি ৷ ইউনিভার্সাল দিদি ৷"

আরও পড়ুন:

  1. পশ্চিম মেদিনীপুর সফরে মমতা, মঙ্গলে প্রশাসনিক সভায় একাধিক প্রকল্পের উদ্বোধন
  2. ফোন করে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, অভিযোগ মমতার
  3. ঠেলায় পড়ে গাছে উঠেছেন মুখ্যমন্ত্রী, মোদি সাক্ষাৎ নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের
Last Updated : Mar 5, 2024, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details