পশ্চিমবঙ্গ

west bengal

জেলবন্দি কেষ্টর উপর আস্থা অটুট মমতার, ভোটে জিততে ভরসা অনুব্রত মডেলই

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 7:54 PM IST

Anubrata Mondal: মঙ্গলবার কালীঘাটের বাড়িতে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বৈঠকে তিনি স্পষ্ট করে দেন যে অনুব্রত মণ্ডলের উপর তাঁর আস্থা অটুট রয়েছে ৷ তাই আসন্ন লোকসভা নির্বাচনের সাংগঠনিক কাজে অনুব্রতর অনুগামীদের গুরুত্ব দিয়েছেন তিনি ৷ ভোটও যে অনুব্রত মডেলে হবে সেটাও কার্যত বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷

etv bharat
etv bharat

কলকাতা, 23 জানুয়ারি: এক বছরের বেশি সময় ধরে জেলবন্দি বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তবু এই জেলবন্দি নেতার উপরই আস্থা অটুট রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । তাই কেষ্ট মণ্ডলের কৌশলেই বীরভূমে ভোট চান তিনি ।

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম নিয়ে মঙ্গলবার কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই অনুব্রত মণ্ডলের উপর পূর্ণ আস্থা জানালেন তিনি । এ দিন বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছেন, শুধু কেষ্ট মণ্ডলের পদ্ধতি অবলম্বন করলে হবে না, বাদ দেওয়া যাবে না কেষ্টর কোনও অনুগামীকেই । এ দিন বৈঠকে অনুব্রত প্রসঙ্গ উঠতেই মমতা বলেন, ‘‘অনুব্রত মণ্ডলকে ভুলে যাওয়া যাবে না । ও সংগঠন দেখত । বিনা কারণে ওকে আটকে রেখেছে । দীর্ঘদিন আটকে রাখতে পারবে না । ও ফিরে এলে ওর জায়গা ফেরত পাবে ।’’

এখানেই শেষ নয়, অতীতে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে 9 জনের কমিটি গড়ে জেলা-শাসনের দায়িত্ব দেওয়া হয়েছিল । সেই সিদ্ধান্ত কিছুটা ফের বদল করে পাঁচজনের কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে । পাঁচজনের এই কোর কমিটিতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা (রানা) ও সুদীপ্ত ঘোষ । বাস্তবে এঁরা সকলেই অনুব্রত অনুগামী । এ দিন এই কমিটির বাইরে রাখা হয়েছে ফায়জুল হক ওরফে কাজল শেখকে । এই মুহূর্তে তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি । তাঁকে সেই দায়িত্বই ঠিকমতো পালন করার কথা বলা হয়েছে ।

একই সঙ্গে বীরভূমের নেতাদের ঐক্যবদ্ধ ভাবে জেলার দু’টি আসন জেতার লক্ষ্যমাত্রা দিয়েছে তৃণমূল । এক্ষেত্রে কোর কমিটির দায়িত্বে থাকা পাঁচ সদস্য এবং কাজল শেখকে বিধানসভা ধরে ধরে দায়িত্ব দেওয়া হয়েছে । এক্ষেত্রে সবচেয়ে বেশি চার বিধানসভার দায়িত্ব পেয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা । তিনি দেখবেন বোলপুর, ময়ূরেশ্বর নলহাটি ও মুরারই । বিধায়ক অভিজিত্‍ সিনহাকে লাভপুর ও সাঁইথিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে । বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকবে রামপুরহাট ও হাঁসন বিধানসভা কেন্দ্র । কাজল শেখের দায়িত্বে থাকবে নানুর ও কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) । বিকাশ রায়চৌধুরীকে সিউড়ির পাশাপাশি দুবরাজপুরেরও দায়িত্ব দেওয়া হয়েছে । আর সুদীপ্ত ঘোষ দেখবেন দুবরাজপুর ।

তবে বৈঠক থেকে স্পষ্ট যে আসন্ন লোকসভা নির্বাচন অনুব্রত মডেলে ভরসা রেখে জিততে চায় শাসক দল । তাই অনুব্রতর অনুগামীদের উপরে আস্থা রাখা হয়েছে আর অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখের দায়িত্ব কমানো হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:

  1. জয়দেব মেলায় হাসছেন 'তিহারবন্দি' অনুব্রত, ব্যানারে নেই কাজল শেখের ছবি
  2. বীরভূমে অনুব্রতর জায়গায় কাজ করবে তৃণমূলের কোর কমিটি, স্পষ্ট বার্তা জেলা চেয়ারপার্সনের
  3. কাজলের গড়ে দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতর ছবি, কটাক্ষ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details