মালদা, 30 এপ্রিল:মেমারি থেকে মালদা-দূরত্ব প্রায় 276 কিলোমিটার ৷ তীব্র গরমে এই দূরত্বের দুপ্রান্তে থাকা দুই নেতা কেন্দ্রীয় তহবিল নিয়ে বাকযুদ্ধে জড়ালেন। একদিকে রাজ্যের উন্নয়নে 10 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর সেই দাবির কিছুক্ষণের মধ্যেই মালদার জনসভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তাঁর কথায়, "বারবার বলা সত্ত্বেও আবাস যোজনা ও 100 দিনের কাজে কেন্দ্রের কাছ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি ৷ তবে আর প্রয়োজন হবে না ৷ বাংলার 11 লক্ষ মানুষকে বাড়ি বানিয়ে দেবে তৃণমূল সরকার ৷ 100 দিনের কাজের জন্যও কেন্দ্রীয় সাহায্যের প্রয়োজন নেই ৷ সকলের জন্য কর্মশ্রী চালু করে দিয়েছি ৷" সেইসঙ্গে মমতার আরও দাবি, "ক্যাগের রিপোর্ট বলছে, রাজ্যের কাছে কোনও অব্যবহৃত ফান্ড নেই ৷"
প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের ৷ এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ যদিও বৈঠকে এই সমস্যার কোনও সুরাহা মেলেনি ৷ মঙ্গলবার রাজ্যের দুই প্রান্তের দুই সভায় ফের এই বিষয়ে বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল দুই নেতার নির্বাচনী প্রচার ৷