ভোপাল, 19 ফেব্রুয়ারি: কমল নাথ কি বিজেপিতে যোগ দেবেন ? নাকি কংগ্রেসে থেকে যাবেন ? গত শনিবার থেকে এই প্রশ্নের উত্তরের সন্ধান করে যাচ্ছে দেশের রাজনৈতিক মহল ৷ এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারি দাবি করেছেন যে কমল নাথের দলবদলের কোনও সম্ভাবনা নেই ৷ তিনি কংগ্রেসেই থাকবেন ৷ এ কথা কমল নাথ নিজে তাঁকে জানিয়েছেন বলে জিতু পাটোয়ারির দাবি ৷
সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, "বিজেপি মিডিয়ার অপব্যবহার করে ও একজন ব্যক্তির সততা নিয়ে প্রশ্ন তুলছে ৷ আর তা প্রকাশ্যে চলে এসেছে । কমল নাথজির সঙ্গে আমার কথা হয়েছে ৷ তিনি আমাকে জানিয়েছেন যে মিডিয়াতে যা দেখানো হচ্ছে, তা একটি ষড়যন্ত্রের অংশ । তিনি আমাকে জানিয়েছেন যে তিনি একজন কংগ্রেস-ম্যান এবং কংগ্রেসেই থাকবেন ।"
তিনি আরও বলেন, "গান্ধি পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট । তিনি কংগ্রেসের আদর্শ নিয়ে বেঁচে আছেন এবং শেষ পর্যন্ত এর সাথেই থাকবেন । তিনি আমাকে এটাই জানিয়েছেন ৷" কিন্তু প্রশ্ন হল, কমল নাথ নিজে কেন এই বিষয়টি স্পষ্ট করছেন না ? এই নিয়ে জিতু পাটোয়ারির বক্তব্য, সঠিক সময়ই মুখ খুলবেন কমল নাথ ৷ তার আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়েই তিনি এই কথা বলেছেন ৷
উল্লেখ্য, গত শনিবার কমল নাথের ছেলে নকুল নাথ সোশ্যাল মিডিয়া এক্স-এ নিজের অ্যাকাউন্টের বায়ো থেকে কংগ্রেস শব্দটি সরিয়ে দেন ৷ তার পর তাঁকে নিয়ে কমল নাথ নয়াদিল্লিতে চলে যান ৷ তার পরই কমল নাথের বিজেপিতে যোগদানের সম্ভাবনার বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ৷ কমল নাথ এই বিষয়টি অস্বীকার করেননি ৷ আবার স্বীকারও করেননি ৷ ফলে এই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷