পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কমল নাথের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নেই, দাবি মধ্যপ্রদেশে কংগ্রেসের সভাপতির

Kamal Nath: কমল নাথের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন মধ্যপ্রদেশে দলের সভাপতি জিতু পাটোয়ারি ৷ তাঁর দাবি, কমল নাথ নিজে তাঁকে বিষয়টি জানিয়েছেন ৷ সঠিক সময়ে এই নিয়ে কমল নাথ জবাব দেবেন ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 12:59 PM IST

Jitu Patwari
Jitu Patwari

ভোপাল, 19 ফেব্রুয়ারি: কমল নাথ কি বিজেপিতে যোগ দেবেন ? নাকি কংগ্রেসে থেকে যাবেন ? গত শনিবার থেকে এই প্রশ্নের উত্তরের সন্ধান করে যাচ্ছে দেশের রাজনৈতিক মহল ৷ এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারি দাবি করেছেন যে কমল নাথের দলবদলের কোনও সম্ভাবনা নেই ৷ তিনি কংগ্রেসেই থাকবেন ৷ এ কথা কমল নাথ নিজে তাঁকে জানিয়েছেন বলে জিতু পাটোয়ারির দাবি ৷

সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, "বিজেপি মিডিয়ার অপব্যবহার করে ও একজন ব্যক্তির সততা নিয়ে প্রশ্ন তুলছে ৷ আর তা প্রকাশ্যে চলে এসেছে । কমল নাথজির সঙ্গে আমার কথা হয়েছে ৷ তিনি আমাকে জানিয়েছেন যে মিডিয়াতে যা দেখানো হচ্ছে, তা একটি ষড়যন্ত্রের অংশ । তিনি আমাকে জানিয়েছেন যে তিনি একজন কংগ্রেস-ম্যান এবং কংগ্রেসেই থাকবেন ।"

তিনি আরও বলেন, "গান্ধি পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট । তিনি কংগ্রেসের আদর্শ নিয়ে বেঁচে আছেন এবং শেষ পর্যন্ত এর সাথেই থাকবেন । তিনি আমাকে এটাই জানিয়েছেন ৷" কিন্তু প্রশ্ন হল, কমল নাথ নিজে কেন এই বিষয়টি স্পষ্ট করছেন না ? এই নিয়ে জিতু পাটোয়ারির বক্তব্য, সঠিক সময়ই মুখ খুলবেন কমল নাথ ৷ তার আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়েই তিনি এই কথা বলেছেন ৷

উল্লেখ্য, গত শনিবার কমল নাথের ছেলে নকুল নাথ সোশ্যাল মিডিয়া এক্স-এ নিজের অ্যাকাউন্টের বায়ো থেকে কংগ্রেস শব্দটি সরিয়ে দেন ৷ তার পর তাঁকে নিয়ে কমল নাথ নয়াদিল্লিতে চলে যান ৷ তার পরই কমল নাথের বিজেপিতে যোগদানের সম্ভাবনার বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ৷ কমল নাথ এই বিষয়টি অস্বীকার করেননি ৷ আবার স্বীকারও করেননি ৷ ফলে এই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

যদিও কংগ্রেসের একাধিক নেতা কমল নাথের দলবদলের জল্পনা উড়িয়ে দেন ৷ শনিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংও কমল নাথের দলবদলের জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন ৷ অন্যদিকে কমল নাথের ঘনিষ্ঠ বলে পরিচিত সজ্জন সিং বর্মা দিল্লিতে ওই নেতার সঙ্গে দেখা করেন ৷ সেই নিয়ে সজ্জন সিং বর্মা বলেন, "আমি তাঁর সঙ্গে আলোচনা করেছি । লোকসভার টিকিট কিভাবে বিতরণ করা হবে এবং জাতি সমীকরণ কী হবে, সেই নিয়েও তাঁর সঙ্গে আলোচনা হয়েছে ৷ তিনি জানিয়েছেন যে মধ্যপ্রদেশের 29টি লোকসভা আসনে তাঁর লক্ষ্য জাতি সমীকরণ নির্ধারণ করে ফেলা ৷’’

সজ্জন সিং বর্মার দাবি, কমল নাথ দল ছাড়ার বিষয়ে কোনও কিছু ভাবেননি ৷ আর এই বিষয়ে তিনি কারও সঙ্গে কোনও কথা বলেননি ৷ সজ্জন বলেন, "যখন আমি বলেছিলাম যে মিডিয়া লোকেরা বলছে আপনি এটি (জল্পনা) অস্বীকার করেননি, তখন তিনি (কমল নাথ) বলেছিলেন যে মিডিয়া লোকেরা এই বিষয়টি তুলেছে ও তাদের এই নিয়ে জবাব দেওয়া উচিত ।"

এবার মধ্য়প্রদেশে কংগ্রেসের সভাপতিও একই দাবি করলেন ৷ জানিয়ে দিলেন যে কমল নাথ কংগ্রেস ছাড়ছেন না ৷ এখন দেখার কমল নাথকে নিয়ে জল্পনা সত্যি হয়, নাকি কংগ্রেস নেতাদের দাবি ঠিক বলে প্রমাণিত হয় !

আরও পড়ুন:

  1. স্লোগানেই জল্পনা! সপুত্র কমল নাথের ছবিতে 'জয় শ্রীরাম' লিখলেন বিজেপি নেতা
  2. ছেলেকে নিয়ে দিল্লিতে কমল নাথ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে

ABOUT THE AUTHOR

...view details