আসানসোল, 29 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় মিঠুন চক্রবর্তীকে 'গদ্দার' বলায় তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন অভিনেতা দেব । একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতা দেব বলেছিলেন, "মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো ।" দেব সেখানে স্পষ্ট জানান, তাঁর এই 'গদ্দার' শব্দতে আপত্তি রয়েছে । বিষয়টি নিয়ে রবিবার আসানসোলের একটি হোটেলে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন "দেব ঠিকই বলেছে ৷ আমি ওর বাবার মতোই । অনেক ছোট থেকে ওকে দেখছি আমি ৷"
রবিবার আসানসোলে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে একটি রোড শো করতে এসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ রোড শো করার পর আসানসোলের একটি হোটেলে তিনি বিশ্রাম নিতে ঢোকেন ৷ তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার সময় দেবের প্রসঙ্গ উঠতেই মিঠুন বলেন, "আমি শুনেছি উনি কী বলেছেন ।"
এরপরেই দেব নিয়ে নস্টালজিয়ায় ভাসেন মিঠুন । তিনি বলেন, "দেব কেন বলবে না ? ওকে ছোট থেকে দেখছি । ওর বাবা ক্যাটারার ছিল । বড় বড় প্রোডাকশনে খাবারের ব্যবস্থা করত ওর বাবা । আর আমার জন্য প্রতিবার স্পেশাল কিছু একটা বানিয়ে আনত । দেবও তো থাকত তখন । তখন ও অনেক ছোট । তাই ও ঠিকই বলেছে, আমি ওর বাবার মতোই । আমার স্নেহতেই ও অনেকটা বড় হয়েছে ।"