পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের তিনে-তিন ! মমতাকে চ্যালেঞ্জ অধীরের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Adhir Chowdhury Challenges Mamata Banerjee: নওদায় নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে ৷ যার পালটা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিদায়ী সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

Adhir Chowdhury
সাংবাদিক বৈঠকে বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ৷

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 6:56 PM IST

Updated : Apr 20, 2024, 7:16 PM IST

নওদায় আক্রান্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ অধীর চৌধুরীর

বহরমপুর, 20 এপ্রিল: নওদায় তাঁর উপরে আক্রমণের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর চৌধুরী ৷ বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থীর চ্যালেঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর ও জঙ্গিপুরের একটি বুথও তৃণমূল দখল করতে পারবে না ৷ মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের তিনে-তিন হচ্ছে ৷

আজ সকালে বহরমপুর লোকসভার নওদা বিধানসভা এলাকায় প্রচারে যান অধীর ৷ রাস্তায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ অভিযোগ লাঠি নিয়ে অধীরের গাড়িতে হামলা চালানোর চেষ্টা হয় ৷ একই সঙ্গে চলতে থাকে, গো-ব্যাক স্লোগান ৷ অধীরের নিরাপত্তারক্ষী ও অন্যান্য কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে হাতাহাতিও হয় বিক্ষোভকারীদের ৷ এই ঘটনার পর অধীর সাংবাদিক বৈঠকে বলেন, "তৃণমূল বার্তা দিতে চাইছে, এই তো তোমাদের প্রার্থীকে মারলাম ৷ কেউ কিছু করতে পারল না ৷ এবার ভোটেরদিন সব বুথে আমরা (তৃণমূল) দখল নেব ৷ সেই কারণে গতকাল দিদি এখানে এসেছিলেন ৷"

তবে, অধীরের চ্যালেঞ্জ, তৃণমূল মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের একটি বুথও দখল করতে পারবে না ৷ তিনি বলেন, "কাল দিদি এসেছিলেন ৷ আর আজ সাংসদ মামার (আবু তাহের খান) ভাগ্নে আমার উপর হামলা চালাল ৷ দিদি-মামা-ভাগ্নের জুটি তৈরি হয়েছে ৷ কিন্তু, আমি কংগ্রেসের কর্মীদের বলব, চিন্তা করবেন না ৷ আমি থাকতে মুর্শিদাবাদের তিনটে লোকসভার একটি বুথেও তৃণমূল দখল নিতে পারবে না ৷"

এ প্রসঙ্গে বলতে গিয়েই অধীর বলেন, "দিদি আপনি শুনে নিন ৷ মুর্শিদাবাদের সবক’টি আসনে বাম-কংগ্রেস জোট জিতছে ৷ মুর্শিদাবাদের তিনটি আসন জোটেরই হবে ৷ তিনে-তিন হবে ৷" অধীর জানিয়েছেন, নওদার ঘটনার পর বহু পুরো কংগ্রেস যাঁরা বর্তমানে তৃণমূল নেতা-কর্মী তাঁকে ফোন করেছিলেন ৷ তাঁরা অধীরকে আশ্বাস দিয়েছেন, লোকসভা ভোটে নওদা বিধানসভা থেকে অধীরকে লিড পেতে সাহায্য করবেন ৷

আরও পড়ুন:

  1. তৃণমূল 'দুর্নীতিগ্রস্ত' হলে, প্রার্থী হবেন না কেন ? বিপ্লব মিত্রকে নিশানা মহাগুরুর
  2. অধীরকে ঘিরে আবারও বিক্ষোভ, এবার নওদায় তৃণমূলের গো-ব্যাক স্লোগান
  3. 'দিল্লির কুকুর হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে বাঁচব', মমতার সুরেই হুঙ্কার অভিষেকের
Last Updated : Apr 20, 2024, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details