পটনা, 16 ফেব্রুয়ারি: ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপিকে হারাতে তৈরি হওয়া বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র অবস্থা খারাপ হচ্ছে ৷ হয় জোট ছাড়ছেন শরিকরা, অথবা আসন সমঝোতা না হওয়ায় একা লড়াইয়ের ঘোষণা করে দিচ্ছে কোনও শরিক ৷ এই পরিস্থিতিতেও রাহুল গান্ধির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আশাবাদী আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ শুক্রবার তিনি জানিয়েছেন, রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য ৷ তিনিই প্রধানমন্ত্রী হবেন ৷
লোকসভা ভোটের মুখে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ মণিপুর থেকে শুরু হয়ে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রে ৷ এ দিন বিহারে দ্বিতীয় দফার যাত্রা শুরু করেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ৷ তাঁর এই যাত্রায় সামিল হন লালু-পুত্র তেজস্বী যাদবও ৷ সেই বিষয়টি উল্লেখ করেই লালু প্রসাদ যাদব জানান, রাহুল গান্ধির যাত্রায় অনেক ভিড় হচ্ছে ৷ তাঁর মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সবরকম যোগ্যতা আছে ৷ তিনিই প্রধানমন্ত্রী হবেন ৷
উল্লেখ্য, বিহারে কংগ্রেস ও আরজেডি মহাজোটের শরিক ৷ আবার জাতীয়স্তরে ‘ইন্ডিয়া’তেও রয়েছে এই দুই দল ৷ কিন্তু বিরোধীদের এই জোট তৈরিতে প্রথম যিনি উদ্যোগী হয়েছিলেন সেই নীতীশ কুমার কংগ্রেস ও আরজেডি-র সঙ্গ ত্যাগ করেছেন সম্প্রতি ৷ ‘ইন্ডিয়া’ ছেড়ে তিনি এখন এনডিএ-তে যোগ দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে নয়াদিল্লিতে গিয়ে সাক্ষাৎ করেন নীতীশ ৷ আর এনডিএ ছেড়ে যাবেন না বলেও দাবি করেছেন তিনি ৷