পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

রায় দুর্ভাগ্যজনক, শুভেন্দুর বোমা ফাটানো প্রসঙ্গে কী বললেন কুণাল - Kunal Ghosh - KUNAL GHOSH

Kunal on Suvendu after SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতিতে বোমা পাঠানো প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে পালটা কড়া জবাব দিলেন কুণাল ঘোষ ৷ হাইকোর্টের রায় নিয়েও দিলেন প্রতিক্রিয়া ৷

Kunal Ghosh Slams Suvendu Adhikari
শুভেন্দুকে পালটা কুণাল

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 10:08 PM IST

শুভেন্দু অধিকারীকে পালটা কড়া জবাব দিলেন কুণাল ঘোষ ৷

কলকাতা, 22 এপ্রিল: এসএসসি নিয়ে আজ গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । যা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে । আর এর মাঝেই তৃণমূল নেতৃত্বের কথায় হাইকোর্ট এবং বিজেপির যোগ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত । কয়েকদিন আগেই চলতি সপ্তাহে বোমা ফাটার কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বলেছিলেন এই বোমায় বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস । তারপরেই আজ ডিভিশন বলছে গুরুত্বপূর্ণ রায় দেয় হাইকোর্ট । এদিন তারই সমালোচনা করতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথাতেও সেই শুভেন্দু অধিকারীর বক্তব্যের রেশ পাওয়া গেল । শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সামনে রেখে তিনি এই নিয়ে খোঁচা দিতেও ছাড়লেন না ।

সোমবার 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ । প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, "এটা একটা দুর্ভাগ্যজনক রায় । আমি আদালতের সমালোচনা করছি না । তবে রায় দুর্ভাগ্যজনক । যদি কেউ অন্যায় করে থাকে, তাদের শাস্তি দেওয়া হোক । যারা দোষী তারা তদন্তের মধ্যে পড়ুন, তাদের শাস্তি হোক । কিন্তু যারা যোগ্য প্রার্থী-সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপ্রাণ চেষ্টা করেছে তাদের চাকরির দরজা খুলে দেওয়ার । আমরা কখনওই দুটো বিষয়কে মেশাতে চাইনি । যারা অন্যায় কাজ করেছে তারা অন্যায় করেছে । পাপ করেছেন আমরা তার নিন্দা করছি । আমরা বারবার বলেছি যারা যোগ্য প্রার্থী, যাদের কোনও ভুল নেই, তাদের জন্য যেন চাকরির দরজা বন্ধ না হয় । রাজ্য সরকার এই মর্মে তাদের ভাবনার কথা হাইকোর্টকেও বারবার জানানোর চেষ্টা করেছে । কিন্তু যেভাবে সকলের জন্য নিশ্চয়তা তৈরি করা হল এবার আইনজীবীরা ঠিক করবেন এই রায়ের পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে যাবেন কিনা ! সেটা আমার বলার এক্তিয়ার নেই ।"

এদিন শুভেন্দু অধিকারীর বোমা ফাটানোর প্রসঙ্গ কুণাল ঘোষের সামনে উঠতেই তিনি বলেন, "আমি জানি না উনি কী বলেছিলেন । যদি কোনও বিজেপি নেতা এই রায় প্রসঙ্গে আগাম পূর্বাভাস দেন, আর এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে দেখা যায় আদালতে কোনও রায় হচ্ছে । যদি এখানে যোগসূত্র কেউ খুঁজে পায়, তাহলে তো অন্যায় করা হবে না । যদি এমন হয় তাহলে বলতে হয় নয় বোমাটা বিজেপি অফিস থেকে বেঁধে হাইকোর্ট এসেছে অথবা হাইকোর্ট থেকে বেঁধে বিজেপি অফিসে পাঠানো হয়েছে । দুটোর মাঝামাঝি তো কিছু হতে পারে না ।"

আরও পড়ুন :

  1. ঠিক কেন বাতিল হল নিয়োগ প্রক্রিয়া ? রায় বিশ্লেষণে ইটিভি ভারত
  2. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
  3. এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন

ABOUT THE AUTHOR

...view details