কলকাতা, 30 অগস্ট: আরজি কর-কাণ্ডের পর বিভিন্ন দিক থেকে নিশানা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশাসক মমতার ভূমিকার সমালোচনা করে সিনেমাও মুক্তি পাচ্ছে বাংলায় ৷ এই পরিস্থিতিতে টলিউডের শিল্পীরা মমতার পাশে থাকছেন না বলে আক্ষেপ প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷
শুক্রবার সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘আফসোস লাগে । মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে । এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে । অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত ।’’
এর পর তিনি আরও লিখেছেন, ‘‘দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না ৷ বরং টেকনিসিয়ানরা অনেক বেশি দরদী । এঁরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এঁদের অনেকেই দলের বোঝা । দলের সুসময়ে এঁরা হাত নেড়ে সামনে থাকেন । একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এঁরা মুখ খোলা বন্ধ করেন ।’’
এখানেই শেষ নয়, পোস্টের একেবারে শেষে তিনি লিখেছেন, ‘‘সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এঁদের পাওয়া যায় না ৷ দল না বললে কর্মসূচি, টুইটেও পাওয়া যায় না । এই যে এবার বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, সারা দেশে/বিদেশে বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত, এঁরা জানেন না ? অথচ এঁরা তার পালটা কিছু করবেন না, করতে চাইবেন না । এঁদের কেউ কেউ আন্তরিক । বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক ।’’
উল্লেখ্য়, আরজি কর আবহেই আজ মুক্তি পাচ্ছে ‘দ্য় ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ । এই সিনেমার প্রেক্ষাপট অবশ্যই পশ্চিমবঙ্গ । খুব স্বাভাবিকভাবেই আরজি কর আবহে এই ছবির মুক্তি নিয়ে কম জল ঘোলা হচ্ছে না । বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে । যদিও শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে এ রাজ্যে এই ছবির প্রদর্শন হচ্ছে । আর তা নিয়েই টালিগঞ্জের কলাকুশলীদের নিশানা করেছেন কুণাল ৷
2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে থেকেই তৃণমূলের সঙ্গী হতে দেখা গিয়েছে টালিগঞ্জের শিল্পীদের ৷ কেউ সরাসরি ঘাসফুল প্রতীক নিয়ে রাজনীতিতে নেমেছেন ৷ আবার কেউ শুধু শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে থেকে গিয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সময় যত এগিয়েছে, সেই সংখ্যা ততই বেড়েছে ৷ এই মুহূর্তে টলিউডের অনেক তারকাই তৃণমূলের জনপ্রতিনিধি ৷ অনেকে আবার সরাসরি রাজনীতিতে না থাকলেও তৃণমূলের সব কর্মসূচিতেই সামিল হন ৷
এঁদের উদ্দেশ্যই এ দিন যে কুণাল ঘোষ এই পোস্ট করেছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তবে কুণাল ঘোষের এই পোস্ট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র বলেন, ‘‘উনি কি বলেছেন, সেটা ওঁর ব্যক্তিগত বিষয় ৷ কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে বলব আমি কী করি না করি, সেটা আমার দল জানে ৷ এর বাইরে আর কোনও কথা এই প্রসঙ্গে বলব না ৷’’